নিজস্ব সংবাদদাতা: এ ছবি আর পাঁচটা মিষ্টি প্রেমের গান, নিটোল ভালবাসার গল্পের ছবি নয়। এই ভালবাসার ছবিতে রয়েছে নারীদের উপর নৃশংস অত্যাচারের কথা, মৃত নারীদেহ ধর্ষণের মতো পাশবিক সত্যি ঘটনার কথা। এবং তা থামাতে, বলা ভাল নারীদের উপর এই নারকীয় অত্যাচারের বদলা নিতে আসা এক 'দানব'-এর কথা। 

 

পরিচালক আতিউল ইসলামের এই ছবির নাম 'দানব'। ছবিতে জুটি বেঁধেছেন অভিনেত্রী রুপসা মুখোপাধ্যায় ও পিয়ায় খান। তাঁদের অভিনীত চরিত্রের নাম যথাক্রমে 'উমা' ও 'শিবা'।

বাস্তবের ঘটে যাওয়া ঘটনাকে এবার বড়পর্দায় আনছে পরিচালক আতিউল ইসলাম। ছবিতে এক নার্সের চরিত্রে দেখা যাবে রুপসা মুখোপাধ্যায়কে। অন্যদিকে, নবাগত পিয়ার খানকে দেখা যাবে মর্গের এক ডোমের ভূমিকায়। 

 

'দানব'-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, লাবণী সরকার, কৌশিক বন্দোপাধ্যায়, অনিন্দ্য পুলক বন্দোপাধ্যায়, অনিন্দিতা সোম, হিয়া রায়, শ্রেয়া হালদার-এর মতো অভিনেতা,অভিনেত্রীরা। 

 

'শিবা' মর্গে ডোমের কাজ করে। হঠাৎ একদিন মর্গে নিজের ভালোবাসার মানুষ 'উমা'র মৃতদেহ সে দেখতে পায়। ভালবাসার মানুষের মৃতদেহ হাসপাতালে এসেছে ময়নাতদন্তের জন্য। এবার কী করবে শিবা? অন্যদিকে, পরদিন সকালে সংবাদপত্রে বড় করে উঠে আসে একটি খবর- ওই মর্গের একটি মৃতদেহকে নৃশংসভাবে ধর্ষণ করে কেউ বা কারা। সেই মৃতদেহটি 'উমা'র নয়তো? গল্প কোন দিকে এগোবে এবার? কী করবে 'শিবা'? এই নিয়েই 'দানব'।

 

এই ছবি প্রসঙ্গে পরিচালক আতিউল ইসলাম বলেন, " ছবিতে কঠিন বাস্তবকে দেখানো হবে। বর্তমান পরিস্থিতিতে মানুষ কতটা নৃশংস, সেটা উঠে আসবে 'দানব'-এ। একজন মানুষ তাঁর ভালোবাসার মানুষের সম্মান রক্ষা করার জন্য কতদূর যেতে পারে সেই কথাও বলবে এই ছবি"।

 

'দানব'-এ বেশ কয়েকটি গান রয়েছে। ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছে 'মোহনা ফিল্মস'। আগামী অক্টোবর থেকে শুটিং শুরু হবে 'দানব'-এর।