সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

প্রথমদিনেই ছক্কা হাঁকাল 'দ্য রাজা সাব'! মুক্তি পেতেই সোজা ১০০ কোটির ক্লাবে প্রভাসের ছবি

বিতর্ক ছাপিয়ে বক্স অফিসে ঝোড়ো ব্যাটিং প্রভাস অভিনীত ছবি 'দ্য রাজা সাব' ছবির। মুক্তি পেতেই প্রথমদিনই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল। সূত্রের খবর ভারতের বাইরে প্রথম দিন এই ছবিটি ২৬ কোটি টাকা আয় করেছে। ভারতের মাটিতে এই ছবির আয় ৫৪ কোটি। সঙ্গে রয়েছে ৯ কোটি টাকার পেইড প্রিভিউজ। ফলে সব মিলিয়ে। আর ভারতে এই ছবির গ্রস কালেকশন ৭৪ কোটি ৯০ লাখ টাকা। ফলে সব মিলিয়ে ১০০ কোটি আয় করেছে প্রথমদিন।

'ধুরন্ধর' বক্স অফিসে সফল হতেই মুখ খুললেন ইমরান হাশমি, কেন বললেন, 'নিচু মানসিকতার...' 

২০২৫ সালের ৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙেছে 'ধুরন্ধর'। ছাপিয়ে গিয়েছে 'জওয়ান', 'পাঠান' -এর মতো ছবিকে। বিশ্বজুড়ে ১১০০ কোটি টাকার উপর ব্যবসা করেছে ইতোমধ্যেই। কিন্তু বক্স অফিসে ছবিটি হিট করতেই ইমরান কার উদ্দেশ্যে বললেন, 'নিচু মানসিকতার'? এদিন একটি সাক্ষাৎকারে কোনও ছবির সাফল্য বলিউডকে কীভাবে সাহায্য করে সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন, 'যখনই কোনও ছবি ভাল ব্যবসা করে সবাই খুশি হয়। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির একটা বিশ্রী মানসিকতা আছে। অনেকে চান ছবিটি নামিয়ে দিতে। বা সেটা নিয়ে নেতিবাচক মন্তব্য করতে। কিন্তু আমার মতে, কোনও ছবি সফল হলে সেটা উদ্‌যাপন করা উচিত। কারণ যত বেশি সংখ্যক ছবি ভাল ব্যবসা করবে, তত বেশি টাকা ঘুরবে। এতে সবাই উপকৃত হবে। ফলে এই নিচু মানসিকতা থাকা উচিত নয়।' 

'এটা ভালবাসা নয়...', পরিবারের বিরুদ্ধে ক্ষোভ উগরে সমাজমাধ্যমে ইঙ্গিতবহ পোস্ট সঞ্জয় দত্তের মেয়ের? 

সম্প্রতি ত্রিশলা দত্ত, সঞ্জয় দত্তের মেয়ে সমাজমাধ্যমে একটি ইঙ্গিতবহ বার্তা পোস্ট করেন। সেখানেই তিনি লেখেন, 'অন্য কারও জন্য আপনার উন্নতি হয় না। এটা মোটেই শাস্তি বা সম্পর্ক থেকে বেরিয়ে আসার ব্যাপার নয়। বাস্তবতা। রিফ্লেকশন এড়িয়ে চলুন, দায়িত্ব নেওয়া থেকে বিরত থাকুন। আপনার কেউ ক্ষতি করলে, পাল্টা ক্ষতি করুন।' তিনি এদিন আরও লেখেন, 'আপনি একাই যদি বারবার নরম হন, মানিয়ে নেন, ব্যাখ্যা করেন, ক্ষমা করেন, কিন্তু উল্টো দিকের মানুষটা কিছু করছে না, তাহলে সেটা ভালবাসা নয়।'