মিল্টন সেন,হুগলি: ব্রিজের উপর থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য কল্যানী ব্রিজ চত্ত্বরে। নিখোঁজ যুবকের নাম সুরজ প্রসাদ (২৪),বাড়ি হুগলির বাঁশবেড়িয়ায়। যুবকের খোঁজে গঙ্গায় স্পিড বোট নামিয়ে শুরু হয়েছে খোঁজ ।
পুলিশ সূত্রে জানা গেছে,মগড়া থানার অন্তর্গত বাঁশবেড়িয়া কুন্ডু বাজার এলাকার বাসিন্দা সুরজ প্রসাদ। মঙ্গলবার সন্ধ্যা বেলা বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। রাতে বাড়িতে খবর আসে গঙ্গায় ঝাঁপ দিয়েছেন ঈশ্বর গুপ্ত সেতু থেকে। যুবকের বাবা ওম শঙ্কর প্রসাদ জানান,কাজ থেকে ফিরে স্নান করে খেয়ে বলল বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছে।কল্যানীর দিকে গিয়েছিল। রাত আটটার পর ফিরবে বলেছিল। বেশি রাতে খবর পেলাম গঙ্গায় ঝাঁপ দিয়েছে। কেনও এমন হল তিনি বুঝতে পারছেন না।
যুবকের প্রতিবেশী সুরেশ সিং বলেন, রাত এগারোটা নাগাদ সে খবর পেয়েছেন।তারপর খোঁজাখুঁজি করেন, পাননি। এরপর মগরা থানায় জানানো হয়। কি কারনে গঙ্গায় ঝাঁপ দিল, নাকি ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে বুঝতে পারছেন না।
এদিন পুলিশের তরফে বিপর্যয় মোকাবিলা বাহিনীর স্পিড বোট নামিয়ে তল্লাশি চালানো হয় গঙ্গায়। মগড়া থানার পুলিশ সূত্রে জানা গেছে,ঘটনা কল্যানী ব্রীজের কল্যাণীর দিকে হয়েছে। তাই যুবকের পরিবার সেখানেই অভিযোগ করবে। মগড়া থানা এলাকায় বাড়ি যুবকের তাই ঘটনা জানার পর একটি জেনারেল ডায়রি করা হয়েছে। বিপর্যয় মোকাবেলা বাহিনীকেও নামানো হয়েছে।
