মিল্টন সেন,হুগলি : বিবাদ দুই ভাইয়ের মধ্যে। বচসা থেকে হাতাহাতি থেকে চরম পরিণতি। এক ভাই কুপিয়ে খুন করল আরেক ভাইকে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে হুগলির মগড়া থানার অন্তর্গত চক বাঁশবেড়িয়া এলাকায়। মৃতের নাম রাজেন্দ্র ভগত(২৫), অভিযুক্ত দাদা সিকান্দার ভগতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকাল দশটা নাগাদ ঘটনার সূত্রপাত। চক বাঁশবেড়িয়া মিলিটারি রোড এলাকায় বাড়ির সামনে বচসায় জড়িয়ে পড়েন দুই ভাই। তুমুল ঝগড়া চলছিল। হঠাৎই সিকান্দর ছুটে গিয়ে ধারাল অস্ত্র নিয়ে আসে। এলোপাথাড়ি কোপাতে শুরু করে রাজেন্দ্রকে। হাতে গলায় একাধিক আঘাতে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে রাজেন্দ্র। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
মগড়া বোরোপাড়ার একটি নার্সিংহোমের সামনে থেকে পুলিশ তাঁকে অ্যাম্বুলেন্সে করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা দেখে জানিয়ে দেন মৃত্যু হয়েছে রাজেন্দ্রর। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায়ই দুই ভাইয়ের মধ্যে বিবাদ লেগেই থাকত। মাঝে মধ্যে অশান্তি চরমে উঠত।
কিন্তু কী নিয়ে বিবাদ সেটা স্পষ্ট ছিল না। ঘটনার পর অভিযুক্ত সিকান্দর পালিয়ে যায়। পরে মগড়া থানার পুলিশ তল্লাশি চালিয়ে ওই এলাকা থেকেই তাঁকে গ্রেপ্তার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
