আজকাল ওয়েবডেস্ক : কার হাতে থাকবে ছত্তিশগড়ের ভাগ্য। সেই জল্পনাই এখন উঁকিঝুঁকি দিচ্ছে রাজনীতির আনাচে কানাচে। ছত্তিসগড়ে দ্বিতীয় দফা নির্বাচনের পর সেখানকার উপ মুখ্যমন্ত্রী টিএস সিং দেও মনে করেন ফের একবার ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস। ভূপেশ বাঘেলের ইতিবাচক পদক্ষেপগুলি আমজনতার মনে যে ছাপ ফেলেছে তাতে সরকার গঠনে কংগ্রেসের কোনও সমস্যা থাকার কথা নয়। তিনি আরও বলেন, ভালো ভোট হয়েছে ছত্তিশগড়ে। ভোটের গড় ৭২ থেকে ৭৩ শতাংশ। ফলে কংগ্রেসের ফের ক্ষমতায় আসা শুধু সময়ের অপেক্ষা। ছত্তিশগড়ে দ্বিতীয় দফায় ৭০ টি আসনে ভোট হয়েছে। প্রথম দফায় ২০ টি আসনে ভোট হয়েছে ৭ নভেম্বর। অন্যদিকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন ৫ রাজ্যের নির্বাচনে কংগ্রেসই জয়ী হবে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী যদিও আগেই জানিয়েছেন ৭৫ টির বেশি আসনে এখানে জয়ী হবে কংগ্রেস। এখানে লড়াইয়ের কোনও জায়গা নেই। পুরো বিষয়টাই একতরফা হবে। আগামী বছরেই লোকসভা নির্বাচন। তার আগে ৫ রাজ্যের এই নির্বাচনের ফল কংগ্রেস এবং বিজেপি উভয়ের কাছেই অনেকটা গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা।