আজকাল ওয়েবডেস্ক: বাড়ি থেকে ৫ বছরের শিশুকন্যা সহ মায়ের রক্তাক্ত দেহ উদ্ধার বিহারে।
শনিবার পুলিশ জানিয়েছে, বিহারের বক্সার জেলার বল্লপুর গ্রামের এক বাড়ি থেকে ২৯ বছরের অনিতা দেবী ও তাঁর ৫ বছরের শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুজনের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারাল অস্ত্র দিয়ে গলা চিরে তাঁদের দুজনকে খুন করা হয়েছে বলেই জানিয়েছে পুলিশ। যদিও তদন্তের স্বার্থে দেহ দুটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, অনিতার স্বামী বাবলু যাদব ঘটনার দিন ভোজপুরে ছিলেন। বাবলুর ভাই মৃতদেহ দেখেই পুলিশে খবর দেন। কারা এই ঘটনায় জড়িত, তা ঘিরে ধোঁয়াশায় পুলিশ। পারিবারিক অশান্তির কারণে খুন করা হয়েছে বলেই প্রাথমিক অনুমান তদন্তকারীদের।মামলা রুজু করে খুনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।