আজকাল ওয়েবডেস্ক : সব চোরদের পদবী কেন মোদী হয় ? প্রশ্ন করেছিলেন রাহুল গান্ধী। এরপরই তার নামে মানহানির মামলা করেন বিজেপি নেতা পুর্নেশ মোদী। এবার তারই পুরস্কার পাওয়ার পালা। বিজেপির দাদরা নগর হাভেলি, দমনের রাজ্য সভাপতির দায়িত্ব পেলেন পুর্নেশ মোদী। বিজেপি নেতা জে পি নাড্ডা এদিন জানান, পুর্নেশের মধ্যে নতুন উদ্যমে কাজ করার ক্ষমতা রয়েছে। তাই তাকে এই দায়িত্ব দেওয়া হল। সুরাত পশ্চিমের বিজেপি বিধায়ক পুর্নেশ মোদী এই দায়িত্ব পেয়ে যথেষ্ট খুশি। প্রসঙ্গত, মার্চ মাসে সুরাত আদালত রাহুল গান্ধীকে দুবছরের জেলের নির্দেশ দিয়েছিল। পাশাপাশি তার সাংসদ পদ যাতে না থাকে সেবিষয়েও নির্দেশ দেয়। যদিও দেশের শীর্ষ আদালতে গিয়ে এই দুয়ের হাত থেকেই বাঁচেন রাহুল গান্ধী। তবে গোটা দেশে রাহুলের ভাবমূর্তি যে কিছুটা হলেও ধাক্কা খায় সেকথা বলার অপেক্ষা রাখে না। তবে পুর্নেশকে তার এই কাজের জন্য পুরস্কার দিল বিজেপির শীর্ষ নেতৃত্ব। রাহুলের বিরুদ্ধে এই পদক্ষেপ তাকে বিজেপির শীর্ষ নেতাদের কাছে প্রিয়পাত্র করে তুলেছে বলেই মনে করছে রাজনীতির কারবারিরা।
