আজকাল ওয়েবডেস্ক: মোহনবাগান অতীত। পাঁচ বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে আনোয়ার আলি। মঙ্গলবার একটি বিবৃতি দিয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হল ক্লাবের পক্ষ থেকে। সেখানে বলা হয়েছে, দিল্লি এফসি থেকে পার্মানেন্ট ট্রান্সফারে পাঁচ বছরের জন্য ইস্টবেঙ্গলে আনোয়ার। সেখানে টাকার অঙ্ক জানানো হয়নি। তবে ভারতীয় ফুটবলারদের মধ্যে সবচেয়ে দামী প্লেয়ার আনোয়ার। শোনা যাচ্ছে, প্রায় পাঁচ কোটিতে তাঁর সঙ্গে চুক্তি হয়েছে। ইস্টবেঙ্গলে‌ যোগ দিয়ে আনোয়ার বলেন, 'আমি লাল হলুদ জার্সি পরতে পেরে সম্মানিত এবং গর্বিত। কলকাতা বিমানবন্দরে যে অভিনন্দন পেয়েছি, তাতে মুগ্ধ। সমর্থকরা ইতিমধ্যেই অনেক ভালবাসা এবং সমর্থন দেখিয়েছে। আমি আমার কেরিয়ারের সেরা সময়টা এই ক্লাবকে এবং তাঁদের ফ্যানদের দিতে চাই। সাপোর্টারদের খুশি করতে চাই।' 

রবিবারই শহরে পা রাখেন আনোয়ার। তারপর তড়িঘড়ি ডুরান্ড কাপে তাঁকে নথিভুক্ত করানো হয়। কিন্তু এখনও লাল হলুদ জার্সিতে অনুশীলনে নামেননি তিনি। তবে আসন্ন ডার্বিতে খেলার সম্ভাবনা রয়েছে। যদিও মঙ্গলবার এএফসি কাপের সাংবাদিক সম্মেলনে আনোয়ারকে নিয়ে কোনও মন্তব্য করতে চাননি কার্লেস কুয়াদ্রাত। ইস্টবেঙ্গলের দেওয়া বিবৃতিতে তিনি বলেন, 'আনোয়ারের অন্তর্ভুক্তিতে আরও একজন জাতীয় দলের ফুটবলারকে আমরা পেলাম, যার অভিজ্ঞতা আমাদের খুবই কাজে লাগবে। এবার অনেক তরুণ প্লেয়ার ইস্টবেঙ্গলে নিজের ভবিষ্যৎ দেখছে। যা দেখে ভাল লাগছে।' ইস্টবেঙ্গলের জার্সিতে আনোয়ার মাঠে নামলেও, ক্লাবকে গুনতে হবে বড় জরিমানা। পাশাপাশি ট্রান্সফার ব্যানও হবে। ২২ আগস্টের বৈঠকে টাকার অঙ্ক ঠিক হবে।