আজকাল ওয়েবডেস্ক: পরপর মর্টার হামলা স্কুলে। আগুনে ঝলসে গেল গোটা স্কুলবাড়ি। অগ্নিদগ্ধ হয়ে প্রাণ গেল অন্তত ১০০ জনের। জানা গিয়েছে আহত আরও ১০০। ঘটনাস্থল গাজা। অভিযোগ, ওই এলাকায় স্কুল রয়েছে জেনেও, ইজরায়েল হামলা চালিয়েছে। যদিও এই ঘটনায় ইজরায়েলের বক্তব্য, ওই জায়গা স্কুল নয়, আদতে ছিল হামাসের ঘাঁটি।

ঘটনাটি ঘটেছে শনিবার। এর আগেও সাম্প্রতিক সময়ে পরপর দু’ বার ইজরায়েলে হামলা চালিয়েছে গাজার স্কুলে। তারপরেই ফের শনিবারের ঘটনা। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, ইজরায়েল কর্তৃপক্ষ এলাকায় জলের সংযোগ বন্ধ করে দেওয়ার পর, সেখানে পোঁছে উদ্ধারকার্য চালাতে সমস্যার মুখে পড়েন উদ্ধারকারীরা। ইজরায়েল কর্তৃপক্ষ জানিয়েছে, ওখানে সন্ত্রাসী কার্যক্রম চলত।

এর আগে বৃহস্পতিবার ইজরায়েলি সামরিক বাহিনি গাজার দুটি স্কুলে হামলা চালায়। তাতে অন্তত ১৮ জন নিহত হয়েছিলেন। ঠিক তার দুদিনের মাথায় ফের হামলা চলল। মৃত্যু প্রায় ১০০।