রবিবার বিশ্বকাপের ফাইনাল। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। তার আগে ইতিহাস ঘেটে নেওয়া যাক। ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়া এবং ভারত মোট ১৩ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৮ বার জিতেছে অজিরা। ৫ বার ভারত। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত আটবার ফাইনাল খেলছে। অন্যদিকে ভারত ১২ বছর পর ফাইনাল খেলতে চলেছে। চতুর্থবারের জন্য ফাইনাল খেলবে তারা। ২০১১ সালে শেষ বিশ্বকাপ ফাইনাল খেলে টিম ইন্ডিয়া। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে কাপ জেতে ভারত। তারপর আর কোনও আইসিসি টুর্নামেন্ট জেতেনি। ২০১১ সালে অজিদের হারিয়েই সেমিফাইনালে ওঠে ভারত। তাই ২০২৩ এর বিশ্বকাপ নিয়ে আশাবাদী ক্রিকেটপ্রেমীরা।
