সুড়ঙ্গ খুঁড়তে গেলে ওই ধাতব অংশের ওপর দিয়েই যেতে হবে। আধিকারিকরা জানিয়েছেন, গ্যাস কাটার এনে ওই জায়গায় কাটার চেষ্টা চলছে। ফলে, ড্রিলিংয়ের কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। ইন্দোর থেকে আরও একটি মেশিন উড়িয়ে নিয়ে আসা হচ্ছে ঘটনাস্থলে। শনিবার সকাল থেকে দুটি মেশিনই ব্যবহার করা হবে উদ্ধারকার্যে। প্রসঙ্গত, গত ১২ নভেম্বর এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে উত্তরাখণ্ডে। দিওয়ালির সকাল, অন্যান্য দিনের মতোই দিনের শুরু হওয়ার আগেই কাকভোরে ভেঙে পড়ে নির্মীয়মাণ টানেল এটি চারধাম প্রকল্পের অংশ।বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রীর সংযোগ বাড়াতেই এই উদ্যোগ।
