আজকাল ওয়েবডেস্ক: ভারত-বাংলাদেশ সীমান্ত টহলে গিয়ে বিএসএফ জওয়ানের রহস্যমৃত্যু। আগরতলার পাশে লঙ্কামুড়া সীমান্ত চৌকিতে কর্মরত ছিলেন ৪২ নম্বর বাহিনীর জওয়ান ঈশানচন্দ্র ডোরা(৪২)। তাঁর বাড়ি ওড়িশায়। পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে সহকর্মী জওয়ানদের সঙ্গ বাংলাদেশের সীমান্তে টহল দিচ্ছিলেন তিনি। ভোরে বাকিরা ফিরে এলেও তিনি না ফেরায় শুরু হয় খোঁজ। লঙ্কামুড়া লোহার ব্রিজের সঙ্গে একটি কালভার্টের নিচে তার দেহ পাওয়া যায়। পাশেই পড়ে ছিল তার রাইফেল এবং সাইকেল। কীভাবে এই ঘটনা ঘটেছে, পুলিশ তার তদন্ত চালাচ্ছে। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
