আজকাল ওয়েবডেস্ক: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বেঁধে দেওয়া হয়েছিল সময়সীমা। সাফ বার্তায় জানানো হয়েছিল, মঙ্গলবার দুপুর তিনটার মধ্যে ভেঙে ফেলতে হবে সে দেশের জাতীয় সংসদ। মঙ্গলবার দুপুর তিনটের পরেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, সে দেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবউদ্দিন তিন বাহিনি প্রধান, একাধিক রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দের সঙ্গে বৈঠক করে সে দেশেন জাতীয় সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন। অর্থাৎ বৈঠকের পরেই ভেঙে গেল বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ।

বেলায় বেলায় বদলে যাচ্ছে পড়শি দেশের পরিস্থিতি। সোমবার হাসিনা দেশত্যাগের পরেই সেনাশাসন জারি হয়। সেনা প্রধান জানিয়ে দেন, দ্রুত সে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কী দাবি থাকে সেদিকে নজর ছিল সব পক্ষের।

মঙ্গলবার ভোররাতে নাহিদ ইসলাম জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোবেলজয়ী ড. মহম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিচ্ছে। এই বিষয়ে তাঁরা ইতিমধ্যে ইউনূসের সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অন্তর্বর্তীকালীন সরকার গঠন পর্যন্ত মুক্তিকামী ছাত্রজনতা রাজপথে থেকে রক্ষা করবে অভ্যুত্থানকে। ছাত্র জনতার প্রস্তাব ব্যতীত অন্য কোনও সরকার মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছিলেন তিনি।