আজকাল ওয়েবডেস্ক: উত্তাল পরিস্থিতিতে দেশ ছেড়ে ভারতে এসেছেন মুজিবকন্যা। হাসিনা দেশ ছাড়লেও সোমবার দফায় দফায় উত্তাল হয়েছে পদ্মাপাড়, একদিনের সংঘর্ষে-হামলায় ১৩০ জনের বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে জানা গিয়েছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার সকালে সর্বদলীয় বৈঠকে বসছে মোদি সরকার। সূত্রের খবর, মঙ্গলবার সকাল ১০টা নাগাদ বৈঠক শুরু হয়েছে। ওই বৈঠকে উপস্থিত সব দলের প্রতিনিধিদের সামনে বাংলাদেশের পরিস্থিতি ব্যাখা করবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

সোমবার উত্তাল পরিস্থিতির মধ্যেই পদত্যাগ করেন মুজিব কন্যা। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফার পরেই বাংলাদেশ ছাড়েন। জল্পনার মাঝেই হাসিনার বিমান পৌঁছেছিল ভারতে। হাসিনা দেশ ছাড়লে বাংলাদেশে জারি হয় সেনা শাসন। সেনা প্রধান জানিয়ে দেন, অল্প সময়ের মধ্যেই সে দেশে চালু হবে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার দিনভর দলে সংঘর্ষ, বিক্ষোভ, তাণ্ডব। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে মৃত্যু। মঙ্গলবার ভোর রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রসঙ্গে নিজেদের মতামত এবং অবস্থান জানাতে বার্তা দিয়েছেন বৈষ্ম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক।

সোমবার হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।  সোমবার রাতে জানা যায়, স্মগ্র পরিস্থিতি পর্যালোচনায় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে বসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে উপস্থিত ছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, বিদেশমন্ত্রী এবং অর্থমন্ত্রী।