নিজস্ব সংবাদদাতা: আবারও ছোটপর্দায় ফিরছেন অন্বেষা হাজরা। এবার তিনি জুটি বাঁধছেন অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায়-এর সঙ্গে। সূত্রের খবর, জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক। তারই মুখ্য চরিত্রে দেখা যাবে অন্বেষা ও নীলাঙ্কুরকে। যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনার প্রযোজনা সংস্থা 'যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন হাউজ'-এর ব্যানারে আসতে চলেছে এই ধারাবাহিক। পরিচালনায় গোপাল চক্রবর্তী।
স্টার জলসার 'সন্ধ্যা তারা'তে শেষ দেখা গিয়েছিল অন্বেষাকে। ধারাবাহিক শেষ হতেই নায়িকার আবারও ছোট পর্দায় ফেরার খবরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাঁর অনুরাগীরা। এই ধারাবাহিক ছাড়াও মানসী সিনহা পরিচালিত '৫ নম্বর স্বপ্নময় লেন' ছবিতেও অভিনয় করতে দেখা যাবে তাঁকে।
অন্যদিকে, নীলাঙ্কুরকে শেষ দেখা গিয়েছিল কালার্স বাংলার 'রাম কৃষ্ণা' ধারাবাহিকে। ধারাবাহিক শেষ হতেই মুম্বই পাড়ি দিয়েছিলেন অভিনেতা। একটি নামি সংস্থার ব্র্যান্ড শুটিংয়ের কাজে দেখা যেতে চলেছে তাঁকে। আর এরপরেই নতুন ধারাবাহিকে অন্বেষার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি।
পারিবারিক গল্প নিয়ে আসছে নতুন এই জুটি। ইতিমধ্যেই হয়ে গিয়েছে লুক সেট। কিছুদিনের মধ্যেই শুরু হবে শুটিং। অন্বেষা-নীলাঙ্কুরের নতুন জুটি দর্শক মনে কতটা জায়গা করে নিতে পারে এখন সেটাই দেখার।
স্টার জলসার 'সন্ধ্যা তারা'তে শেষ দেখা গিয়েছিল অন্বেষাকে। ধারাবাহিক শেষ হতেই নায়িকার আবারও ছোট পর্দায় ফেরার খবরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাঁর অনুরাগীরা। এই ধারাবাহিক ছাড়াও মানসী সিনহা পরিচালিত '৫ নম্বর স্বপ্নময় লেন' ছবিতেও অভিনয় করতে দেখা যাবে তাঁকে।
অন্যদিকে, নীলাঙ্কুরকে শেষ দেখা গিয়েছিল কালার্স বাংলার 'রাম কৃষ্ণা' ধারাবাহিকে। ধারাবাহিক শেষ হতেই মুম্বই পাড়ি দিয়েছিলেন অভিনেতা। একটি নামি সংস্থার ব্র্যান্ড শুটিংয়ের কাজে দেখা যেতে চলেছে তাঁকে। আর এরপরেই নতুন ধারাবাহিকে অন্বেষার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি।
পারিবারিক গল্প নিয়ে আসছে নতুন এই জুটি। ইতিমধ্যেই হয়ে গিয়েছে লুক সেট। কিছুদিনের মধ্যেই শুরু হবে শুটিং। অন্বেষা-নীলাঙ্কুরের নতুন জুটি দর্শক মনে কতটা জায়গা করে নিতে পারে এখন সেটাই দেখার।
