রবিবার ০৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | EXCLUSIVE: তিনটি ছবি আনছে অরোরা ফিল্মস কর্পোরেশন, ‘কালকক্ষ’র সাফল্য উদযাপনে জানালেন অঞ্জন

শ্যামশ্রী সাহা, উপালি মুখোপাধ্যায় | | Editor: শ্যামশ্রী সাহা ১৬ নভেম্বর ২০২৩ ১৯ : ৩৩


বৃহস্পতিবারের শহর কলকাতার প্রথম সারির ক্লাব। সেখানে জাতীয় পুরস্কারজয়ী ছবি ‘কালকক্ষ’র সাফল্য উদযাপনের আয়োজন। হোটেলের দরজায় দাঁড়িয়ে অরোরা ফিল্মস কর্পোরেশনের কর্ণধার অঞ্জন বসু। গিলে করা পাঞ্জাবি, ধুতিতে যেন কন্যাকর্তা! নিজেই জোড়হাতে অতিথি আপ্যায়নে ব্যস্ত। অভ্যাগতদের জন্য ঢালাও খানাপিনার আয়োজন। তারপরেও নিতান্ত আটপৌরে। তারকাখচিত রাতপার্টির থেকে একেবারে আলাদা। প্রযোজকের কথায়, ‘‘তারকা নন, যাঁরা অভিনয়কে ভালবেসে, প্রতি মুহূর্তে লড়াই করে নিজেদের প্রমাণ করেন, তাঁরাই আমার উদযাপনে আমন্ত্রিত।’’ এদিন উদযাপনের পাশাপাশি রাজদীপ পাল-শর্মিষ্ঠা মাইতি-অরোরা ফিল্মসের দ্বিতীয় নিবেদন ‘মনপতঙ্গ’র পোস্টার মুক্তি শহর প্রকাশ করেন আন্তর্জাতিক মানের পরিচালক গৌতম ঘোষ। উপস্থিত অর্জুন দত্ত, সুদেষ্ণা রায়-অভিজিৎ গুহ, অনিরুদ্ধ রায়চৌধুরী, টিম ‘কালকক্ষ’ ও ‘মনপতঙ্গ’।



জাতীয় পুরস্কার জয়ের পরেই আজকাল ডট ইনকে শর্মিষ্ঠা জানিয়েছিলেন, এর থেকেই প্রমাণিত, নতুন অভিনেতাদের নিয়ে ছবি বানালেও জাতীয় পুরস্কার পাওয়া যায়। ভাল কাজের সঠিক মূল্যায়ণ হয়। ইতিমধ্যেই পরিচালক-প্রযোজক জুটির দ্বিতীয় ছবি ‘মনপতঙ্গ’ ২৯তম কলকাতা চলচ্চিত্র উৎসবের বাংলা প্যানোরামা বিভাগে জায়গা করে নিয়েছে। জুটির তৃতীয় নিবেদন কী হতে চলেছে? প্রযোজকের কাছে প্রশ্ন রেখেছিল আজকাল ডট ইন। অঞ্জনের কথায়, ‘‘আদ্যন্ত হাসির ছবি বানাব এবার। রাজদীপ-শর্মিষ্ঠাকে চিত্রনাট্য লিখতে দিয়েছি। ওরা ভাল লিখতে সেটা দিয়ে ছবি হবে। তার আগে দুটো ছবি করে নিচ্ছি। একটির শুট চলছে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে। অন্যটিও শুরু হয়ে যাবে খুব শিগগিরি।’’ প্রযোজক অবশ্য এর বেশি কিছু ভাঙেননি। 

করোনা সাধারণের জীবন থেকে হাসি মুছে দিয়ে গিয়েছে। ফাঁক ভরাতে কমলেশ্বর মুখোপাধ্যায় ‘একটু সরে বসুন’ ছবিতে বেকারত্বের মতো জ্বলন্ত ইস্যু কমেডির মোড়কে পরিবেশন করছেন। ধ্রুব বন্দ্যোপাধ্যায় আনছেন ‘বগলামামা’। অঞ্জন কি তাণদের থেকেই অনুপ্রাণিত? সত্যজিৎ রায়ের ছবির প্রযোজকের দাবি, ‘‘ছবি দেখতে বসেও যদি গম্ভীর মুখে ভাবতে হয় তা হলে সাধারণ মানুষ বিনোদন পাবে কোথায়? ওঁদের জন্যই হাসির ছবি বানাব।’’ কথাপ্রসঙ্গে তাঁর আরও আক্ষেপ, সবাই বাণিজ্যিক সাফল্য পেতে ছবি বানান। ছবির প্রতি দায়বদ্ধতা ক’জনের? তাঁর সেটা আছে। কারণ, তিনি তিন পুরুষ ধরে প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত।



এদিন চওড়া হাসি দেখা গিয়েছে রাজদীপ-শর্মিষ্ঠার মুখে। মনপতঙ্গ নিয়েও তাঁদের অনেক আশা। চিকিৎসা বিভ্রাট এবং চিকিৎসকদের উপরে ঘটে যাওয়া অত্যাচারের উপরে ভিত্তি করে নির্মিত কালকক্ষ। মনপতঙ্গ ভালবাসার গল্প বলবে। পায়। ছবির মুখ্য আকর্ষণ ‘ব্যান্ডিড কুইন’ সীমা বিশ্বাস। দুই ভিন ধর্মের যুবক-যুবতী গ্রাম ছাড়বেন প্রেমের টানে। শহরে এসে তাঁদের বাস ফুটপাথবাসীদের সঙ্গে। কেমন হবে সেই জীবন? তারই জলছবি এই ছবি। পরিচালকজুটির দাবি, ‘‘আগামী ছবি ভালবাসার রঙে রঙিন। এটি ‘কালকক্ষ’র আগে তৈরি হচ্ছিল। মাঝপথে কোভিড এসে পড়ায় সাময়িক দাঁড়ি পড়ে কাজে। সেই সময় ‘কালকক্ষ’র জন্ম। আশা, দর্শকদের এই ছবিও ভাল লাগবে।’’

 ছবি: আবির রিঙ্কু হালদার





নানান খবর

নানান খবর

কীসের অমিতাভ? কীসের শাহরুখ? কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে নতুন তারকা তৈরি করে নেব! বিস্ফোরক শেখর কাপুর

আমিরের ‘চীন চীনে’ ভালবাসা, মার্ভেলের ‘সুপারহিরো’ অভিনেত্রীকে ধার করে বলিউডকে কীভাবে দুষলেন বিক্রান্ত?

আসিনের কেরিয়ার ‘শেষ’ করেছিলেন অক্ষয়! কীভাবে? মুখ খুললেন অভিনেত্রীর স্বামী

নায়ক নয়, এবার খলনায়ক ‘খিলাড়ি’! অক্ষয়-সইফের রুদ্ধশ্বাস লড়াইয়ে শিউরে উঠবে বলিউড

'শাক্য-আরশি'র গোপন ফুটেজ ফাঁস! কার চক্রান্তে সর্বনাশ হতে চলেছে নবদম্পতির?

এবার জমবে সচিবজি ও রিঙ্কির রোমান্স! কার দখলে থাকবে ফুলেরা গ্রাম? প্রকাশ্যে 'পঞ্চায়েত ৪'-এর টিজার 

'কোন ভঙ্গিমায় সঙ্গমে লিপ্ত হবেন?' শো চলাকালীন প্রতিযোগীদের অশ্লীল প্রশ্ন! এফআইআর দায়ের আজাজ খানের বিরুদ্ধে 

শাক্যজিৎ-আরশির সম্পর্কে ভাঙন ধরাতে আসছে হিরোর প্রাক্তন প্রেমিকা! গল্পের নতুন মোড়ে এন্ট্রি নিচ্ছেন কোন নায়িকা?

বিয়ের পাঁচ মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা শোভিতা! কবে প্রথম সন্তানের বাবা হবেন নাগা চৈতন্য? 

হঠাৎ ধামাকা 'কথা'র সেটে! এভি ও বুলির পাশে দাঁড়ালেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! 'কথা' ধারাবাহিকে আসছে কোন নতুন চমক?

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!

সোশ্যাল মিডিয়া