আজকাল ওয়েবডেস্ক: ভারতের মহিলা ক্রিকেট দলের তারকা খেলোয়াড় স্মৃতি মান্ধানা আজ জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন। দীর্ঘ সময় ধরে পলাশ মুচ্ছলের সঙ্গে ডেট করার পরে আজ স্মৃতি ও পলাশ বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। স্মৃতি ও পলাশের বিয়ের অপেক্ষায় গোটা দেশ। 

বিয়ের আগে স্মৃতি ও পলাশের প্রি ওয়েডিং অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। এই ভিডিওয় স্মৃতি ও পলাশকে রোমান্টিক ডান্স করতে দেখা গিয়েছে। এই জুটি 'সালাম -এ-ইশক' ছবির জনপ্রিয় গান 'তেনু লে কে মে জাঁওয়া' গানের সঙ্গে মন ছুঁয়ে নেওয়া নাচ করেন। তাঁদের নাচ দেখে সবাই খুশি হন। 

?ref_src=twsrc%5Etfw">November 22, 2025

পলাশ মুচ্ছল আর স্মৃতির সঙ্গীত সেরিমনির ভাইরাল ভিডিওয় দুই তারকাকে নাচ করতে দেখা গিয়েছে। নাচের শুরুতে স্মৃতি পলাশ মুচ্ছলের গলায় মালা পরিয়ে দেন। ব্যাকগ্রাউন্ডে তখন চলছিল 'সসুরাল মে জাউঙ্গি'। এর পরে পলাশও স্মৃতির সঙ্গে জোরদার নাচতে শুরু করে দেন। স্মৃতির নাচ দেখে কেউ কেউ অবাক হয়ে যান। স্মৃতি আর পলাশের প্রি ওয়েডিং সেরিমনির এই ভিডিও ভক্তরা খুব পছন্দ করেন। এই জুটির রসায়নে মজেছেন ভক্তরা। তাঁদের পারফেক্ট জুটির তকমা দেওয়া হয়েছে। 

 

?ref_src=twsrc%5Etfw">November 22, 2025

আরও একটি ভিডিও ভাইরাল হয়। দেখা যাচ্ছে  স্মৃতি ও পলাশের দল ক্রিকেট খেলছে। দুই দলকে নেতৃত্ব দেন স্মৃতি এবং পলাশ। হবু বরের দলের নাম ছিল 'টিম গ্রুম'। কনের দলের নাম 'টিম ব্রাইড'। মজাদার ক্রিকেট ম্যাচে যোগ দেন জেমাইমা রডরিগেজ, শেফালি বর্মা, অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিং, রাধা যাদব এবং রিচা ঘোষ। তারমধ্যে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে টসের ভিডিও। স্মৃতির বিরুদ্ধে টসে জেতেন পলাশ। জেতা মাত্র সেলিব্রেট করতে শুরু করেন। ম্যাচ শুরুর আগে এই ভিডিও পোস্ট করেন দুই অধিনায়ক। দারুণ উপভোগ্য হয় এই মজাদার ম্যাচ। টসে হারলেও ম্যাচ জেতেন স্মৃতি অ্যান্ড কোম্পানি। তারপর প্রাণখুলে সেলিব্রেট করে। স্ট্যাম্প হাতে নিয়ে উৎসব। ম্যাচ শেষে দুই অধিনায়ক হাত মিলিয়ে একে অপরকে জড়িয়ে ধরে। নেটমাধ্যমে ছড়িয়ে গিয়েছে এই ভিডিও।