ডিসেম্বরে একের পর এক চারটি গ্রহ ধনু রাশিতে প্রবেশ করছে, যার ফলে ধনুতে শক্তিশালী চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে। এই যোগ খরমাসের সময়ে গঠিত হওয়ায় এর গুরুত্ব আরও বেড়ে গিয়েছে।
ধনু রাশিতে গ্রহদের জমায়েত
ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ধনু রাশিতে গ্রহের পরপর আগমন শুরু হবে। ৭ ডিসেম্বর মঙ্গল ধনু রাশিতে প্রবেশ করবে, যার কিছুদিন পরই ১৬ ডিসেম্বর সূর্য একই রাশিতে অবস্থান নেবে। এরপর ২০ ডিসেম্বর ধনুতে যোগ দেবে শুক্র, আর মাসের শেষদিকে, ২৯ ডিসেম্বর ধনু রাশিতে পৌঁছবে বুধ। এক মাসের মধ্যেই চারটি গুরুত্বপূর্ণ গ্রহের এমন পরপর অবস্থান ধনু রাশিকে বিশেষভাবে সক্রিয় ও প্রভাবশালী করে তুলবে।
এইভাবে একই রাশিতে চার গ্রহের সমাগমে তৈরি হবে বিরল চতুর্গ্রহী যোগ, যা ৩টি রাশির জন্য বিশেষভাবে শুভ হতে চলেছে।
তৈরি হবে ২ রাজযোগ
ধনু রাশিতে এই গ্রহগত পরিবর্তন আরও দু’টি রাজযোগ সৃষ্টি করবে—
সূর্য ও বুধের যুগলবন্দি গঠন করবে বুধাদিত্য রাজযোগ।
মঙ্গল ও সূর্যের মিলন গঠন করবে আদিত্য-মঙ্গল রাজযোগ।
এই শুভ যোগগুলির প্রভাব সব রাশির উপরই পড়বে, তবে ৩ রাশি সবচেয়ে বেশি ফল পাবে।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য চতুর্গ্রহী যোগ অত্যন্ত শুভফল আনবে।
ভাগ্যের পূর্ণ সহায়তা মিলবে
আটকে থাকা কাজ দ্রুত সফল হবে
ঘরে শুভ অনুষ্ঠানের যোগ
ধন, পদমর্যাদা ও মান–সম্মান বাড়বে
শিক্ষার্থীদের জন্য সময় অত্যন্ত অনুকূল
ধনু রাশি
ধনু রাশিতেই চতুর্গ্রহী যোগ গঠিত হওয়ায় এর ইতিবাচক প্রভাব সবচেয়ে বেশি পড়বে।
আত্মবিশ্বাস বেড়ে যাবে
পরিকল্পিত কাজ সফল হবে
পদ ও প্রভাব বাড়বে
জীবনসঙ্গীর কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা
বেতনবৃদ্ধি বা আর্থিক লাভের যোগ
মীন রাশি
মীন রাশির জাতকরাও এই যোগ থেকে বিশেষ উপকার পাবেন।
ধনলাভের সুযোগ
কর্মক্ষেত্রে উন্নতি
নতুন দায়িত্ব যোগ হতে পারে
পরিশ্রমের যথাযথ ফল মিলবে
প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা
এভাবে ডিসেম্বর মাসে একাধিক গ্রহের অবস্থান বদল ও শক্তিশালী চতুর্গ্রহী যোগের সৃষ্টি সামগ্রিকভাবে এক নতুন জ্যোতিষীয় পরিবেশ তৈরি করবে। এই সময়ে বহু মানুষের জীবনে গতি, পরিবর্তন এবং নতুন সম্ভাবনার দরজা খুলে যেতে পারে। কর্মক্ষেত্র থেকে ব্যক্তিজীবন—সবখানেই অগ্রগতির ইঙ্গিত মিলবে, যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। তাই এই সময়টাকে কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ। নিজের ক্ষমতা, ধৈর্য ও ইতিবাচক মনোভাবকে সঙ্গী করে এগোতে পারলে শুভ ফল পাওয়া নিশ্চিত।
