বুধবার ১১ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ১৬ নভেম্বর ২০২৩ ১৩ : ৩১Sumit Chakraborty
চন্দ্রনাথ ব্যানার্জী,শান্তিনিকেতন : বিশ্বভারতীতে বিতর্কিত ফলক বদলের নির্দেশ দিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ।প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বসানো বিতর্কিত ফলক এবার বদলাতে চলেছে৷ নতুন ফলকে আচার্য হিসাবে প্রধানমন্ত্রী কিংবা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম থাকবে না। বদলে থাকবে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের নাম৷ তারপরে ফলকের বয়ান কি হবে ? মন্ত্রক তা মোটামুটি জানিয়ে দেওয়ার পরে বলে দিয়েছে ৬ জনের একটি কমিটি গঠন করতে হবে। তার মধ্যে চারজন বিশ্বভারতীর সিনিয়র মোস্ট অধ্যাপক বিশেষ করে বাংলা বিভাগের প্রধান রাখতে হবে সেই কমিটিতে এবং বাকি দুজন থাকবেন কর্মসমিতি থেকে। এই ছয় জন বসে ঠিক করবেন ফলকের বয়ান কি হবে ? ফলকের ডিজাইন কি হবে ? যেহেতু বর্তমানে ভারপ্রাপ্ত উপাচার্য কলাভবনেরই অধ্যক্ষ সেজন্য তার মতামত এখানে যে গুরুত্ব পাবে তা বলার অপেক্ষায় রাখে না। উপাচার্য আগেই অবশ্য ঘনিষ্ঠ মহলে বলে ছিলেন শান্তিনিকেতনের মানানসই নান্দনিক একটি ফলক তৈরি করা হবে। স্বাভাবিকভাবেই খুশি তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বোলপুরের বিধায়ক মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নেতৃত্বে দীর্ঘ ১৪ দিন ফলক বদলের জন্য ধরনা হয়েছিল। সেই ধরনা মঞ্চ থেকে ফলক বদলের দাবি জানানো হয়েছিল। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন রবীন্দ্রনাথের কোনও অপমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনওদিন মানেননি আজও মানবে না। তার আন্দোলন যে ঠিক তা ফলক বদলের নির্দেশেই প্রমাণ হয়ে গেছে তবে আমরা চাই যথা শীঘ্র সম্ভব সেই ফলক পরিবর্তন করা হোক ফিরে আসুক বিশ্বভারতীতে শান্তিনিকেতনের পরিবেশ। ১৭ সেপ্টেম্বর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দিয়েছে ইউনেসকো। এই মর্মে তিনটি ফলক বসিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। তাতে আচার্য হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম থাকলেও ব্রাত্য স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তবে এই বিতর্কিত ফলকগুলি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্টের জায়গায় বসানো হয়েছে। তাই উপাচার্যের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই মামলা সহ আরও কিছু মামলায় উপাচার্যকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে শান্তিনিকেতন থানা৷ ভিডিও ক্যামারার সামনে জিজ্ঞাসাবাদ করা হবে। উল্লেখ করা যেতে পারে ইতিমধ্যেই হাইকোর্ট উপাচার্যকে রক্ষাকবচ দিয়েছে। অন্যদিকে প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ১৫ তারিখের মধ্যে বাংলো কাম অফিস ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া সত্ত্বেও, পূর্বিতা থেকে এখনও এক চুলও নড়েননি, প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। অধ্যাপক ইউনিয়নের পক্ষ থেকে ভি ভি উফার পক্ষ থেকে ইতিমধ্যেই বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে অবিলম্বে উপাচার্যের বাংলো কাম অফিস ছাড়ার নির্দেশ দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল লিখিতভাবে । বিশ্বভারতী কর্তৃপক্ষ বুঝতে পারছেন না যে তারা বেআইনি অনুপ্রবেশকারির মামলা করে তাকে উচ্ছেদের জন্য পুলিশি সাহায্য নেবেন কিনা ? যদিও ছাত্ররা জানিয়েছে আগামীকাল তারা উচ্ছেদের দাবিতে আন্দোলন শুরু করবে। আসলে বিশ্বভারতীর ইতিহাসে এমন ঘটনা এর আগে ঘটেনি। উপাচার্যদের পদের মেয়াদ শেষ হতেই তারা বাংলো ছেড়ে ফিরে গেছেন নিজেদের কর্মস্থলে এই প্রথম উপাচার্য যিনি অবসর নেওয়ার পরেও কিছুতেই বাংলো ছাড়তে চাইছেন না। তিনি আবারও অশান্তি চাইছেন এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
এজলাসে ব্লেড চালিয়ে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন বন্দি, হুলস্থুল হাওড়া সেশন কোর্টে...
শিলিগুড়িতে শুরু হল হস্তশিল্প মেলা, উদ্বোধন করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ...
রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যাচ্ছেন চিকেন নেক শিলিগুড়িতে...
ভুলে যাবেন দার্জিলিংয়ের কমলালেবু, কালিম্পংয়ের এই কমলালেবু একবার খেয়ে দেখুন ...
ড্রেনের কাজ হচ্ছে না কেন? বন্দুক উঁচিয়ে প্রধানকে হুমকি উপপ্রধানের...
উত্তর সিকিমে তুষারপাত, খুশির আবহাওয়া পর্যটক মহলে...
বন্ধুত্ব পাতিয়ে প্রতারণার রমরমা কারবার, গ্রেপ্তার নাইজেরিয়ান যুবক...
কুয়াশা মাখা দিনে হাতে এক প্লেট বোরোলি মাছ ভাজা, এই শীতে গজলডোবার মজাই আলাদা...
চুরি করতে গিয়ে ক্লান্ত চোর, শেষমেশ অঙ্গনওয়াড়ি স্কুলের চাল, ডাল নিয়ে চম্পট দিল ...
দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, আহতদের আর্তনাদে ভারী বাতাস...
ছাদ থেকে ছাগলকে ঢিল ছুঁড়তে গিয়েই হল বিপদ, মর্মান্তিক ঘটনা হরিহরপাড়ায় ...
হাওড়ার শিবপুরে খুন করে মুর্শিদাবাদে গোপনে কবর দেওয়ার পরিকল্পনা, পুলিশি হানায় গ্রেপ্তার দুই ...
ক্ষুদ্র শিল্পে উত্তরবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে এল ৯০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব ...
নেমে আসছে একের পর এক রসের হাঁড়ি, শীতের সকালে চলছে গুড় তৈরির কাজ ...
‘গোপনাঙ্গ কাটার পরিকল্পনা করেই অনলাইনে ছুরি কিনেছিলাম’, ডোমজুড়ের যুবতীর বয়ানে চাঞ্চল্য...