আজকাল ওয়েবডেস্ক: আসন্ন ছট পূজা উপলক্ষে কলকাতা পুলিশ আগামী ১৯ এবং ২০ নভেম্বর যান চলাচলে বেশ কিছু বিধি নিষেধ আরোপ করেছে।। পুণ্যার্থীদের সুবিধার জন্য গঙ্গাঘাট মুখী মহানগরীর বেশ কিছু রাস্তায় সমস্ত ধরনের যান চলাচল ওই দু"দিন বন্ধ থাকবে। এই রাস্তা গুলি হল রানী রাসমণি এভিনিউ, গোষ্ঠ পাল সরণি, স্ট্র্যান্ড রোড, বিডন স্ট্রিট, বিধান সরণি, বিকে পাল এভিনিিউ। ছট পূজা উপলক্ষে পন্যবাহী গাড়িও এই নিষেধাজ্ঞার আওতায় থাকছে।। তবে ১৯ তারিখ দুপুর বারোটা থেকে রাত দশটা পর্যন্ত এবং পরদিন ২০ নভেম্বর ভোর তিনটে থেকে সকাল ১০ টা পর্যন্ত ছট পূজায় ব্যবহৃত গাড়িগুলিকে এই নিষেধাজ্ঞার আওতায় রাখা হয়নি।
