আজকাল ওয়েবডেস্ক: ভাইফোঁটার রাত, দীপাবলির আমেজের মাঝেই বদলে গেল ছবি। ট্রেনে অগ্নিকাণ্ড। ট্রেনের তিনটি বগি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনায় আহত হয়েছেন ৮ জন। যাঁদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বুধবার সন্ধেয়। উত্তর প্রদেশের এটাওয়াতে দিল্লি দ্বারভাঙা এক্সপ্রেসে আগুন লাগে। দিল্লি থেকে বিহার অভিমুখে যাচ্ছিল ওই ট্রেন। ট্রেনে আগুন লাগার কারণ এখনও সঠিক জানা না গেলেও, জানা যায়, প্রথমে একটি কামরায় এবং পরে সেখান থেকে তিনটি কামরায় আগুন ছড়ায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শটসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেই ট্রেন চলতে শুরু করবে বলে জানা গিয়েছে, কানপুরে ট্রেনের সঙ্গে যুক্ত করা হবে অতিরিক্ত কোচ। উল্লেখ্য, গত কয়েকমাসে পরপর বেশ কয়েকটি রেল দুর্ঘটনার ঘটনা ঘটেছে দেশে।