আজকাল ওয়েবডেস্ক: অতীত যে এভাবে সশরীরে হাজির হবে চোখের সামনে, স্বপ্নেও ভাবতে পারেননি তরুণ। বছর দুই আগে যাঁর প্রেমে মত্ত ছিলেন তিনিই কি না হবু শাশুড়ি! এমনই ঘটনা ঘটেছে নাম প্রকাশে অনিচ্ছুক এক তরুণের সঙ্গে।
2
12
নেটমাধ্যম রেড্ডিটে নিজের সমস্যার কথা জানাতে গিয়ে বিষয়টি প্রকাশ্যে এনেছেন ওই যুবক। কী জানিয়েছেন তিনি?
3
12
যুবক জানিয়েছেন, বছর দুই আগে যখন তাঁর ১৯ বছর বয়স তখন তিনি একজন শরীরচর্চার প্রশিক্ষক হিসাবে কাজ করতেন। তখনই ৪০ বছর বয়সি এক মহিলার সঙ্গে আলাপ হয় তাঁর।
4
12
যুবকের দাবি, ৪০ বছর বয়স হলেও মহিলাকে তিরিশের কাছাকাছি মনে হত তাঁর। এমনই সুন্দর ছিল তাঁর শারীরিক গঠন। আর তাতেই আকৃষ্ট হন তিনি।
5
12
সম্মতি ছিল মহিলার পক্ষ থেকেও। মহিলা নিজেই যুবককে নিজের কাছে ডেকে নেন। ক্রমেই ঘনিষ্ঠতা শারীরিক সম্পর্কের দিকে গড়ায়।
6
12
তবে সম্পর্ক বেশিদিন টেকেনি। মহিলা যুবককে জানান, তাঁর মতো অল্প বয়সি তরুণের সঙ্গে এহেন সম্পর্ক রাখা নৈতিক দিক থেকে ঠিক লাগছে না তাঁর। এর পরই তিনি জিম বদল করে অন্যত্র চলে যান।
7
12
যুবকও সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। কিছুদিন আগে নতুন করে প্রেমে পড়েন তিনি। নেটমাধ্যমে যুবক জানিয়েছেন, বর্তমানে তিনি যাঁর সঙ্গে রয়েছেন তাঁকে খুবই ভালবাসেন যুবক।
8
12
সম্প্রতি নিজের অভিভাবকদের সঙ্গে দেখা করাতে যুবককে নিজের বাড়িতে নিয়ে যান তরুণী। বাবা মায়ের সঙ্গে দেখা করতেই চক্ষু চড়কগাছ যুবকের। তাঁর প্রেমিকার মা-ই সেই মহিলা যাঁর সঙ্গে সর্ম্পকে জড়িয়েছিলেন তিনি!
9
12
যুবক জানান, মহিলাকে দেখে রীতিমতো ভয় পেয়ে যান তিনি। পরে তাঁর সঙ্গে দেখা করে মহিলা জানান, কোনও মতেই যেন তাঁর মেয়ে আগের সম্পর্কের কথা জানতে না পারে। তাতে তাঁর সংসার ভেঙে যাবে।
10
12
যুবকের আরও জানিয়েছেন, কঠিন সমস্যায় ফেঁসে গিয়েছেন তিনি। বর্তমান প্রেমিকাকে বড়ই ভালবাসেন তিনি। কিন্তু অন্যদিকে সত্যি চেপে রাখাও কঠিন হয়ে উঠছে তাঁর সম্পর্কে।
11
12
এই ধরনের সমস্যায় কী করণীয়? আজকাল ডট ইনের পক্ষ থেকে যোগাযোগ করা হয় মনোবিদ পৃথা সাহার সঙ্গে। কী জানালেন মনোবিদ?
12
12
মনোবিদের মতে, "এই ধরনের সমস্যার কোনও একপাক্ষিক সমাধান হতে পারে না। একদিকে যেমন মাথায় রাখতে হবে, মিথ্যা কোনও সম্পর্কের ভিত্তি হতে পারে না। কাজেই নতুন সম্পর্ক শুরুর সময় পরিষ্কার থাকা ভাল। আবার একথাও সত্যি, যা হয়েছে তা দু'জন প্রাপ্তবয়স্ক মানুষের সম্মতির ভিত্তিতেই হয়েছে। তাই সব কীভাবে খুলে বলবেন, সেই সিদ্ধান্ত ও দায়িত্ব তাঁদেরই নিতে হবে।"