স্টার জলসার ধারাবাহিক 'তেঁতুলপাতা'য় 'ঝিল্লি'র চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন অভিনেত্রী ঋতব্রতা দে। ঋতব্রতা অল্পদিনেই দর্শক মহলে নিজের জায়গা পাকা করেছিলেন। তাই ওই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর তাঁর ফেরার অপেক্ষায় দিন গুনছিলেন অনুরাগীরা। যদিও এর আগে খবর এসেছিল ধারাবাহিকেই নতুন চরিত্র নিয়ে ফিরছেন অভিনেত্রী। তবে ধারাবাহিকে নয়, নতুন বছরে ওটিটির দুনিয়ায় পা রাখতে চলেছেন ঋতব্রতা। 

 

তাঁকে দেখা যেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর আসন্ন ওয়েব সিরিজ 'ঠাকুমার ঝুলি'তে। অয়ন চক্রবর্তীর পরিচালনায় এই থ্রিলার সিরিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি। জানা যাচ্ছে, আর কিছুদিনের মধ্যেই শুরু হবে সিরিজের শুটিং। এই সিরিজের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে।

 


ওটিটির পর্দায় শ্রাবন্তীকে খুব কমই দেখেছেন দর্শক। হইচই-এ সোহম চক্রবর্তীর সঙ্গে 'দুজনে' সিরিজে কাজ করেছিলেন অভিনেত্রী। এবার আসছেন রহস্য সমাধানে। অয়ন চক্রবর্তীর পরিচালনায় এই থ্রিলার সিরিজের মুখ্য ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে। সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়ের লেখায় এবার গোয়েন্দা চরিত্রে শ্রাবন্তী। এই প্রথমবার দর্শক এই রূপে পেতে চলেছেন তাঁকে। 

">


তবে এই সিরিজে শ্রাবন্তীর লুকেও আসবে দারুণ চমক। 'ঠাকুমা'র চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে! আসলে গল্পের নাম 'ঠাকুমার ঝুলি'। গল্পের নামের সঙ্গে মিল রেখে কিন্তু রূপকথার গল্প নয়, বরং দেখা যাবে টানটান রহস্যে মোড়া এক কাহিনি। 


গল্প এগোবে বিষ্ণুপুরের এক জমিদার বাড়িকে কেন্দ্র করে। সেই বনেদি বাড়িতে হঠাৎই হয় একটি খুন। আর সেই খুনের তদন্ত শুরু করে এলাকার 'ঠাকুমা' অর্থাৎ শ্রাবন্তী। তদন্তে মোড়ে কোন সত্যির সন্ধান পাবেন তিনি? সেই নিয়েই এগোবে সিরিজের গল্প। বরাবরই অয়ন চক্রবর্তীর পরিচালনায় থ্রিলারের স্বাদ পান দর্শক। এবারও তার অন্যথা হল না। সম্রাজ্ঞীর লেখায়, অয়নের পরিচালনায় এবার গল্প হবে আরও জমজমাট।


টলিপাড়ায় এখন বদলাচ্ছে গল্প বলার চেনা ঘরানা। পাল্টাচ্ছে পরিচিত ভাবনা। তার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের ভাঙছেন অভিনেতা-অভিনেত্রীরাও। গল্পের একচেটিয়া ছকের বাইরে দর্শক মনে জায়গা করে নিচ্ছে জমজমাট রহস্য। তাই থ্রিলারপ্রেমী দর্শকের জন্য আরও এক চমক হয়ে আসছে 'ঠাকুমার ঝুলি'। জানা যাচ্ছে, জানুয়ারির শেষ সপ্তাহ থেকে শুরু হবে সিরিজের শুটিং।

 

এই প্রথমবার শ্রাবন্তীকে দর্শক পেতে চলেছেন গোয়েন্দার চরিত্রে। এবার গ্ল্যামারাস অভিনেত্রী নন, 'ঠাকুমা'র লুকে ধরা দেবেন অভিনেত্রী। ছক ভাঙা চরিত্রে কীভাবে নজর কাড়েন তিনি, এখন সেটাই দেখার। সাধারণত গোয়েন্দা গল্পের শেষ ভাগে ভাগে হয়।‌ অর্থাৎ কয়েকটি সিজন জুড়ে চলে রহস্য সমাধান। শ্রাবন্তীর এই সিরিজটিও সেই পথেই হাঁটবে কিনা তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি।