শুরুর দিন থেকেই তাক লাগিয়ে দিচ্ছে 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'। চলতি সপ্তাহে 'বাংলা সেরা'র খেতাব ছিনিয়ে নিল স্টার জলসার এই ধারাবাহিক। এখন গল্প এগোচ্ছে বিদ্যা ও রাজরীতের বিয়ে নিয়ে। তাই প্রতিটা এপিসোডই দারুণ জমে উঠেছে। প্রথম স্থান দখল করে বিদ্যার ঝুলিতে এবার ৮.০ নম্বর। প্রথম না হলেও টেক্কায় পিছিয়ে নেই 'পরশুরাম আজকের নায়ক'। ৭.৭ নম্বরে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। এদিকে, তটিনীর আসল পরিচয় জানার জন্য মরিয়া হয়ে উঠেছে পরশুরাম। গল্পের মোড়ে তাই যেন আরও রহস্য দানা বাঁধছে। 

 

তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার আরও এক ধারাবাহিক 'রাঙামতি তীরন্দাজ'। এই মেগার প্রাপ্ত নম্বর ৭.৪। গল্পের মোড়ে এখন ভিনগ্রহের প্রাণীদের সঙ্গে লড়বে রাঙা। এই পর্বের ঝলক সামনে আসতেই নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছিল ধারাবাহিক। তবে সেসব পেরিয়েও এক থেকে পাঁচে ঠিক জায়গা পাকা করল এই মেগা। 

 

চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার ধারাবাহিক 'পরিণীতা'। বিভিন্ন টুইস্টে এখন জমে উঠেছে পারুল-রায়ানের গল্প। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.২। পঞ্চমে ৭.০ পেয়ে রয়েছে 'ও মোর দরদিয়া'। বাণীর পাশে থাকার লড়াইয়ে অনিরুদ্ধ অনেক আগেই জিতে গিয়েছে। কিন্তু নানা চক্রান্তের মুখে পড়ছে তারা। তাই এই মেগার গল্প দেখতে অপেক্ষায় থাকেন দর্শক। 

ষষ্ঠ স্থানে ৬.৮ নম্বর পেয়ে রয়েছে 'তারে ধরি ধরি মনে করি'। সপ্তমে রয়েছে 'লক্ষ্মী ঝাঁপি'। পেয়েছে ৬.৩। অষ্টমে এবার জোড়া ধারাবাহিক। ৬.১ পেয়ে যৌথভাবে এই স্থানে আছে 'আমাদের দাদামণি' ও 'চিরসখা'। নম্বরের অনুপাতে এই সপ্তাহে বেশ খানিকটা মান পড়েছে 'চিরসখা'র। নবমেও জোড়া মেগা। 'জোয়ার ভাঁটা' ও 'বেশ করেছি প্রেম করেছি' যৌথভাবে পেয়েছে ৫.৯। দশমে রয়েছে আর্য-অপর্ণার গল্প 'চিরদিনই তুমি যে আমার'। পেয়েছে ৫.৮।


প্রসঙ্গত, চলতি সপ্তাহেও টিআরপি তালিকায় স্টার জলসার ধারাবাহিকের আধিক্য বেশি। তুলনামূলকভাবে পিছিয়ে পড়েছে জি বাংলার ধারাবাহিকগুলো। সেরা পাঁচের মধ্যে চারটেই স্টার জলসা আর একটা মাত্র জি-এর মেগা। তবে নম্বরের অনুপাতে তেমন পার্থক্য নেই বললেই চলে। আগামীতে দুই চ্যানেলেই আসছে আরও নতুন ধারাবাহিক। রেটিং চার্টে কতটা পরিবর্তন হয় তার ফলে, এখন সেটাই দেখার।