পিছোল ‘ধামাল ৪’
অপেক্ষার পারদ আরও চড়ল। বহু প্রতীক্ষিত অজয় দেবগণ অভিনীত ছবি ‘ধামাল ৪’-এর মুক্তি পিছিয়ে দেওয়া হল।সম্প্রতি ছবির নির্মাতারা একটি পোস্টার প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান। উল্লেখ্য, ধামাল ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি ‘ধামাল ৪’ প্রথমে ঈদ ২০২৬-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। সেই সঙ্গে বক্স অফিসে বড়সড় মুখোমুখি লড়াইয়ের সম্ভাবনাও ছিল যশের ‘টক্সিক’ এবং রণবীর সিংয়ের ‘ধুরন্ধর পার্ট ২’-এর সঙ্গে।তবে এখন দর্শকদের অপেক্ষা করতে হবে আরও কিছুটা। নতুন ঘোষণা অনুযায়ী, ‘ধামাল ৪’ মুক্তি পাবে ১২ জুন, ২০২৬। পোস্টার শেয়ার করে নির্মাতারা মজার ছলেই এই ঘোষণা সেরে নিলেন।
জুহির ‘জয়’ হোক!
সোশ্যাল মিডিয়ায় আবেগের ছোঁয়া ছড়ালেন অভিনেত্রী জুহি চাওলা। স্বামী ও বিশিষ্ট শিল্পপতি জয় মেহতার জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে গিয়ে নিজের ব্যক্তিগত জীবনের একেবারে বিরল ও উষ্ণ মুহূর্ত ভাগ করে নিলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করেন জুহি। ছবিগুলির সঙ্গে ছিল হৃদয়ছোঁয়া একটি নোট, যেখানে স্বামীর প্রাণখোলা হাসি আর জীবনকে চুটিয়ে উপভোগ করার মানসিকতার কথা তুলে ধরেছেন তিনি। জুহি স্পষ্টই জানিয়েছেন, জীবনসঙ্গী হওয়ার পাশাপাশি জয় তাঁর সবচেয়ে কাছের বন্ধুও।
সমাজমাধ্যমে অভিনেত্রীর শেয়ার করা ছবিগুলিতে দেখা যায়, বিভিন্ন সফরের সময় জয় ও জুহির একাধিক সুন্দর মুহূর্ত। কিছু ফ্রেমে জয় ধরা দিয়েছেন তাঁদের সন্তানদের সঙ্গে, এককথায় পারিবারিক উষ্ণতায় ভরা একেবারে ব্যক্তিগত দৃশ্য। পোস্টের শেষ ছবিটি যেন আলাদা করে মন জয় করে নেয় -সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশে আইসক্রিম হাতে হাসিমুখে একা দাঁড়িয়ে রয়েছেন জয়।এই ছবিগুলির সঙ্গে জুহি লেখেন, “ও বাঁচে, হাসিমুখে থাকে আর সবাইকে সঙ্গে নিয়ে চলে!! এমন বন্ধু জীবনে খুব কমই পাওয়া যায়। আমি সত্যিই ভাগ্যবান। শুভ জন্মদিন জয়!”
তারকাখচিত জীবনের আড়ালে লুকিয়ে থাকা এই সহজ, আন্তরিক ভালবাসার মুহূর্তই যেন আবার মনে করিয়ে দিল নিখাদ আবেগই আসল সম্পদ।
অন্যরকম গান
সঞ্জয় লীলা বনশালি তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’-এর মুক্তির প্রস্তুতিতে এখন পুরোপুরি ব্যস্ত। আলিয়া ভাট, রণবীর কাপুর ও ভিকি কৌশল এই তিন তারকাকে মুখ্য ভূমিকায় নিয়ে তৈরি ছবিটি নিয়ে দর্শক-উত্তেজনা এমনিতেই তুঙ্গে। তার মধ্যেই এবার সামনে এল আরও এক বড়সড় খবর -এই ছবিতে থাকছে দুটি বিশাল, রাজকীয় গান।
খবর, ছবির প্রথম গানটির কোরিওগ্রাফির দায়িত্বে রয়েছেন গণেশ আচার্য। আগামী সপ্তাহ থেকেই এই গানের শুটিং শুরু হতে চলেছে। ফিসফাস, গানটি হবে যতটা নাটকীয় ততটাই চোখধাঁধানো ভিজ্যুয়ালে সমৃদ্ধ, যেমনটাবনশালির ছবির ক্ষেত্রে প্রত্যাশিত। ২০ জানুয়ারি থেকে মুম্বইয়ের গোরেগাঁওয়ের ফিল্ম সিটিতে তিন প্রধান তারকাকে নিয়ে শুটিং শুরু হবে।” ছবির দ্বিতীয় গানটি নিয়েও উঠে এসেছে নানান তথ্য। শোনা যাচ্ছে, এই গানটি বনশালির আগের কাজগুলোর থেকে সম্পূর্ণ আলাদা। ফর্ম, মুভমেন্ট ও স্টেজিং সব দিক থেকেই এটি একেবারে পরীক্ষামূলক। কোরিওগ্রাফার শ্যামক এই সিকোয়েন্সে নিয়ে আসবেন একেবারে থিয়েট্রিক্যাল এনার্জি।
সূত্রের খবর, দ্বিতীয় গানটির শুটিং হওয়ার কথা ৯ ফেব্রুয়ারি, ২০২৬-এ। ইউনিটের এক সদস্য জানিয়েছেন, এই ট্র্যাকটিই নাকি হতে চলেছে বনশালির কেরিয়ারের সবচেয়ে এক্সপেরিমেন্টাল মিউজিক্যাল সেট পিস।
