শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

ভিডিও | বর্ধমান স্টেশনে ফুটপাতের শিশুদের থেকে ভাইফোঁটা নিলেন বিধায়ক খোকন দাস

HEMRAJ ALI | ১৫ নভেম্বর ২০২৩ ১১ : ০৫


স্পীডের উদ‍্যোগে প্রত‍্যেক বছরের ন‍্যায় এবছরেও বর্ধমান স্টেশনের ৮নম্বর প্লাটফর্মে পথ শিশুদের নিয়ে বুধবার ভাইফোটার আয়োজন করা হলো।এই সংগঠন সারা বছরি মানুষের পাশে থেকে কাজ করে আসে।এদিন পথ শিশুদের হাত থেকে ভাইফোটা নিলেন বিধায়ক খোকন দাস।এছারাও স্পীডের সকল সদস‍্য ছারাও সংবাদিকদেরো ভাইফোটা দেওয়ার ব‍্যাবস্থা করে পথ শিশুদের হাত দিয়ে।এদিনের এই অনুষ্ঠানে বিধায়ক খোকন দাস ছারাও উপস্থিত ছিলেন জিআরপি থানার অনান‍্য আধিকারি সহ বর্ধমান স্টেশন মাষ্টার তিনিও উপস্থিত ছিলেন।স্পীডের সম্পাদক তাপস কুমার মাকর জানান বর্ধমান স্টেশনে ফুটপাতে পরে থাকা পথ শিশুদের নিয়ে আজকে আমাদের এই ভাইফোটার আয়োজন।তিনি আরও বলেন যেমন করে আমরা ঘরে ভাইফোটা পালন করে থাকি তেমন করেই এখানে ভাই ভাইফোটা পালন করা হচ্ছে।শিশুদের নতুন জামা কাপর সহ তাদের একজন অন‍্যজন‍্যকে গিফট দেওয়া, সমস্ত কিছুই আয়োজন করা হয়েছিলো জমজমাটভাবে এই ভাইফোটায়। মূল বিষয় হলো এদের মূল ধারায় ফিরিয়ে আনা,আমাদের বাংলার কৃষ্টি সংস্কৃতির সঙ্গে এদেরকে পরিচিতি করা।




নানান খবর

সোশ্যাল মিডিয়া