আজকাল ওয়েবডেস্ক:‌ কলকাতা ডার্বিতে মোহনবাগানকে হারানোর পর ক্যালকাটা কাস্টমসের কাছে আটকে গিয়েছিল ইস্টবেঙ্গল। শুক্রবার ফের জয়ে ফিরল লাল–হলুদ। ঘরের মাঠে ৬–০ হারাল পুলিশ এসি–কে। গ্যালারিতে বসে ম্যাচ দেখলেন সিনিয়র দলের কোচ কার্লোস কুয়াদ্রাত। 




এদিন ইস্টবেঙ্গল মাঠে খেলা শুরুর আগে কোচ কুয়াদ্রাতের সঙ্গে মাঠে আসেন জিকসন। দর্শকরা অভিবাদন জানান। এরপরই শুরু হয় খেলা। 
বিনো জর্জের ছেলেরা এদিন ছিলেন অনবদ্য। প্রথমার্ধে দু’গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে আরও চার গোল দেয় তারা। এদিন প্রথম গোল করেন সায়ন বন্দ্যোপাধ্যায়। পুলিশের গোলকিপারের হাতে লেগে গোল হয়ে যায়। দু’‌জন পুলিশের ডিফেন্ডারের মাঝখান দিয়ে ছিটকে গিয়ে বিষ্ণু ২–০ করেন ইস্টবেঙ্গলের হয়ে। বিরতির পরে ইস্টবেঙ্গলের দাপট আরও বাড়ে। জেসিনের পাস থেকে শ্যামল বেসরা ৩–০ করেন। এদিন জেসিন জোড়া গোল করেন। লাল–হলুদের হয়ে ষষ্ঠ গোলটি করেন আমন সিকে। পাস বাড়ান জেসিন।