নিজস্ব সংবাদদাতা: ষ্টার জলসার ধারাবাহিক 'চিনি', টিআরপিতে ভাল ফল করতে না পারলেও দর্শক মনে জায়গা করে নিয়েছে। 'দ্রোণ' আর 'চিনি'র সম্পর্কের রসায়ন ধীরে ধীরে মনে ধরেছে সিরিয়াল প্রেমীদের। একের পর টুইস্ট আসতে চলেছে ধারাবাহিকে। সম্প্রতি, চ্যানেলের তরফে প্রকাশ্যে এসেছে নতুন প্রোমো। 

ওই প্রোমোতে 'চিনি'কে দেখা যাচ্ছে দেহাতি মহিলার ছদ্দবেশে। 'ঠাম্মি'র ঘরের আয়নায় কেউ রক্ত দিয়ে 'পাপ' লিখে রেখেছে। সেই নিয়েই তোলপাড় বাড়িতে। ছদ্দবেশের আড়ালে 'চিনি'কে বলতে শোনা গেল, "পাপের হাত থেকে কেউ বাঁচবেন না। ধরা পড়বেই আসল অপরাধী।" কিন্তু ঘোমটার আড়ালে থেকে আয়নার লেখা সে কীভাবে দেখল প্রশ্ন করেন 'ঠাম্মি'। এবার কী ধরা পরে যাবে 'চিনি'? উত্তর মিলবে ২০ ও ২১ জুলাই ঠিক রাত ১০:৩০-এ।  

নতুন প্রোমোতে আবারও নতুন লুকে 'চিনি' অর্থাৎ বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায়। আজকাল ডট ইন-কে তিনি বলেন, "একই চরিত্রে নতুন লুক বেশ মজাদার আমার কাছে। একঘেয়ে লাগেনা কখনও। নতুন লুক মানেই নতুন টুইস্ট। দর্শকের মতো আমিও খুব উত্তেজিত নতুন মোড় নিয়ে।"

শুরুতেই নায়িকা বদল হয়েছিল ধারাবাহিকে। তাই কী একটু বেশি দায়িত্ব ছিল 'চিনি'র চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়ার? নায়িকার উত্তর, "আমি আমার মতো করে 'চিনি'কে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তাই আমার উপর দায়িত্ব অবশই ছিল কিন্তু কোনও রেষারেষি ছিল না।"

প্রথমে এই সিরিয়ালের প্রোমোতে দেখা গিয়েছিল, নিয়তির টানে রায়চৌধুরী বাড়িতে হাজির হয় চিনি। প্রথমবার রায়চৌধুরীদের রাজপ্রসাদ বাড়ি দেখে অবাক হয়ে যায় সে। বাড়িতে আসতেই মনে পড়ে যায় তার আগের জন্মের কাহিনি। পুনর্জন্ম নিয়ে এগিয়েছে এই ধারাবাহিকের গল্প। এরপর ধীরে ধীরে নায়ক-নায়িকার সম্পর্কের টানাপোড়েন উঠে আসে। এখন নতুন টুইস্ট দর্শক মনে কতটা জায়গা করে নিতে পারে এখন সেটাই দেখার।