বলিউড বলুন বা টলিউড, অনেক সময়ই দেখা গিয়েছে কোনও কোনও পরিবারের সকলেই বিনোদনের কোনও না কোনও মাধ্যমের সঙ্গে জড়িত, কখনও আবার তুতো ভাই বোন বা অন্যান্য সম্পর্কের আত্মীয়রা একত্রে কাজ করেছেন। কিন্তু জানেন কি এই তালিকায় রয়েছে ভাস্বর চট্টোপাধ্যায় এবং শাশ্বতী গুহ ঠাকুরতার নামও? 

বাংলা বিনোদনের ছোটপর্দায় নানা সময়, নানা ধারাবাহিকে ভাস্বর চট্টোপাধ্যায়ের মা বা কাকিমার চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী শাশ্বতী গুহ ঠাকুরতা। অনস্ক্রিন সম্পর্ক যাই হোক না কেন, বাস্তবেও রয়েছে তাঁদের রক্তের সম্পর্ক। পর্দায় তাঁরা মা ছেলের অভিনয় করলেও, আদতে শাশ্বতী গুহ ঠাকুরতা ভাস্বর চট্টোপাধ্যায়ের তুতো দিদি। নিজেই এই কথা সমাজমাধ্যমে জানিয়েছেন অভিনেতা। 

ভাস্বর তাঁর এবং শাশ্বতীর একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করে লেখেন, 'খুব কম সংখ্যক মানুষ জানেন যে আমরা তুতো ভাই বোন। মজার কথা অনস্ক্রিন সব সময় আমরা মা ছেলে হয়েছি। আস্থা, নানা রঙের দিনগুলি, মোহনা থেকে শুরু করে অনেকগুলোতে। নাম মনে পড়ছে না।' 

আদতে ভাস্বর চট্টোপাধ্যায়ের পিসির মেয়ে হলেন অভিনেত্রী শাশ্বতী গুহ ঠাকুরতা। যদিও তাঁদের বয়সের তফাৎ অনেকটাই। তাই ধারাবাহিকে নানা সময় অভিনেত্রীর ছেলের ভূমিকায় দেখা গিয়েছে ভাস্বরকে। কেবল শাশ্বতী যে ভাস্বরের থেকে অনেকটা বড় তাই নয়, অভিনেত্রীর মেয়েও অভিনেতা-লেখকের থেকে বড়! 

প্রসঙ্গত, ভাস্বর চট্টোপাধ্যায়কে দর্শক বর্তমানে প্রোফেসর বিদ্যা ব্যানার্জি ধারাবাহিকে দেখতে পারছেন। এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন তিনি। এছাড়াও লেখালিখির সঙ্গে যুক্ত তিনি। কাশ্মীর সংক্রান্ত একাধিক বই ইতিমধ্যেই লিখেছেন তিনি। পাঠকদের থেকে পেয়েছেন তুমুল সাড়া।