সংবাদসংস্থা মুম্বই: কন্যা সন্তানের বাবা, মা হলেন রিচা চাড্ডা ও আলী ফজল। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় তারকাদম্পতি জানিয়েছেন, "আমাদের কন্যা সন্তান সুস্থ রয়েছে। আমাদের পরিবারের সকলে ভীষণ খুশি।" এত ভালোবাসা এবং আশীর্বাদের জন্য শুভাকাঙ্খীদের অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।

মাত্র কয়েক দিন আগে, রিচার গর্ভাবস্থার ফটোশুটের ঝলক সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেই শুভেচ্ছাবার্তা ভরিয়ে দেন নেটিজেনরা।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে রিচা ও আলির সম্পর্কের সূত্রপাত। ২০২২ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। রিচাকে শেষ দেখা গিয়েছে সঞ্জয়লীলা বনশালি পরিচালিত ‘হীরামাণ্ডি’ সিরিজে। অন্যদিকে কিছুদিন আগেই মুক্তি পেয়েছে আলি ফজলের সিরিজ ‘মির্জাপুর ৩’।