আজকাল ওয়েবডেস্ক: অভিযান সেরে ফেরার পথে আচমকা মাওবাদীদের হামলা। ছত্তিশগড়ের বিজাপুরের জঙ্গলে আইইডি বিস্ফোরণে শহিদ ২ জওয়ান। আহত হয়েছেন আরও চারজন। জেলার সরকারি হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন। এই হামলার পর জঙ্গলে মোতায়েন পুলিশ ও সিরিপিএফ-এর বাহিনী। মাওবাদীদের খোঁজে জোরকদমে চলছে তল্লাশি।
বৃহস্পতিবার আইইডি বিস্ফোরণে নিহত দুই জওয়ানের মধ্যে একজন ছত্তিশগড় টাস্ক ফোর্সের হেড কনস্টেবল ভরত লাল সাহু এবং অন্যজন কনস্টেবল সতের সিং। গতকাল রাতভর অভিযান চালানোর পর বিজাপুরের জঙ্গল দিয়ে ফিরছিলেন তাঁরা। মান্ডিমার্কায় আইইডি বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে দুই জওয়ানের মৃত্যু হয়েছে। পুরুষত্তম নাগ, কোমল যাদব, সিয়ারাম সোর এবং সঞ্জয় কুমারকে গুরুতর আহত অবস্থায় সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
প্রসঙ্গত, বুধবার মহারাষ্ট্র-ছত্তিশগড় সীমান্তে জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয় ১২ মাওবাদী। গতকাল আরও এক জওয়ান এবং এক পুলিশকর্মী আহত হয়েছিলেন। বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত যৌথবাহিনীর অভিযান চলে। আজ সকালে পাল্টা হামলা চালাল মাওবাদীরা
বৃহস্পতিবার আইইডি বিস্ফোরণে নিহত দুই জওয়ানের মধ্যে একজন ছত্তিশগড় টাস্ক ফোর্সের হেড কনস্টেবল ভরত লাল সাহু এবং অন্যজন কনস্টেবল সতের সিং। গতকাল রাতভর অভিযান চালানোর পর বিজাপুরের জঙ্গল দিয়ে ফিরছিলেন তাঁরা। মান্ডিমার্কায় আইইডি বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে দুই জওয়ানের মৃত্যু হয়েছে। পুরুষত্তম নাগ, কোমল যাদব, সিয়ারাম সোর এবং সঞ্জয় কুমারকে গুরুতর আহত অবস্থায় সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
প্রসঙ্গত, বুধবার মহারাষ্ট্র-ছত্তিশগড় সীমান্তে জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয় ১২ মাওবাদী। গতকাল আরও এক জওয়ান এবং এক পুলিশকর্মী আহত হয়েছিলেন। বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত যৌথবাহিনীর অভিযান চলে। আজ সকালে পাল্টা হামলা চালাল মাওবাদীরা
