আজকাল ওয়েবডেস্ক : রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে শচিন পাইলটের বৈঠক নিয়ে রাজনীতিতে তৈরি হয়েছে নয়া জল্পনা। নিজের এক্স হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেছেন অশোক গেহলট। শচিন পাইলটের সঙ্গে কিছুটা সম্পর্কের অবনতি হয়েছে গেহলটের। তবে সেই ভাঙা সম্পর্ক ফের একবার জোড়া দিতে চান তিনি। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রতিনিধিও। বিগত দুই বছর ধরে শচিন পাইলটের সঙ্গে অশোক গেহলটের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। তবে কেন এই বৈঠক ? বৈঠক শেষে গেহলট জানালেন, অতীত নিয়ে রাজনীতি চলে না। আমাদের মধ্যে রাজনীতি নিয়েই কথা হয়েছে। আগামী ৫ বছর কোন পথে চলা যাবে তা নিয়েও কথা হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পরামর্শ নিয়েই চলতে চান গেহলট। খাড়গে তাকে পরামর্শ দিয়েছেন, ক্ষমা কর, ভুলে যাও এবং এগিয়ে চল। গেহলট আরও জানিয়েছেন, এখন একসঙ্গে কাজ করার সময় এসেছে। কংগ্রেসকে জেতাতে হবে। সংখ্যাগরিষ্ঠ নিয়ে ক্ষমতায় আসতে হবে। তারপর ঠিক করা হবে কার কাছে কোন দায়িত্ব যাবে। শচিন পাইলটের রাজনৈতিক জ্ঞানের প্রশংসা করে গেহলট জানিয়েছেন, নির্বাচনে জিততে শচিনকে একসঙ্গে কাজ করার ডাক দেওয়া হয়েছে।
