এই কাণ্ডে ২৩ জন জেল হেপাজতে রয়েছেন। শুক্রবার সকল অভিযুক্তদের আদালতে তোলা হয়। ৬ জনের জামিনের আবেজন খারিজ করে দেয় বিচারক। খুন, অগ্নি সংযোগ, সংগঠিত অপরাধ সহ একাধিক ধারায় চার্জশিট পেশ করে সিবিআই। আগস্ট মাসে সাক্ষ্যগ্রহণ হবে বলে আদালত সূত্রে খবর।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত লালন শেখকে ঘটনার ৯ মাস পর গ্রেপ্তার করা হয়। তবে ১২ ডিসেম্বর সিবিআই হেপাজতে অস্বাভাবিক মৃত্যু হল লালন শেখের। ছড়িয়ে পড়ে উত্তেজনা। এরপর রাজ্য সরকার সিট গঠন করে। তদন্তভার হাতে নেয় সিবিআই। সিটের পক্ষ থেকে ৩৩ জনের নামে গণহত্যার অভিযোগ দায়ের হয়। পরে যুক্ত হয় আরও ৩ জনের নাম।
