আজকাল ওয়েবডেস্ক: রাজনৈতিক ভাবে পথ আলাদা হয়েছে আগেই। তবু, তার পরেও শরদ পাওয়ার বলেছিলেন, পরিবারের মানুষ, সাক্ষাত হতেই পারে যখন তখন। তবে এবার এনসিপি সুপ্রিমোর দীপাবলির গেট-টুগেদারে এলেন না ভাইপো অজিত পাওয়ার। প্রতি বছর শরদ পাওয়ার বারামতির বাসভবনে দীপাবলীর অনুষ্ঠান পালন করেন। এবারেও নিজের বাসভবনে বিশেষ দিনে শুভাকাঙ্খীদের সঙ্গে সাক্ষাত করেন তিনি। কিন্তু জোর চর্চা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের অনুপস্থিতি নিয়ে। এই বিশেষ দিনে রাজ্য জুড়ে বহু এনসিপি সমর্থক, পাওয়ার-শুভাকাঙ্খীরা তাঁর বাসভবন গোবিন্দবাগে যান। ফি বছরের ন্যায় এবারেও বিপুল সংখ্যক মানুষের জমায়েত হয়েছিল গোবিন্দবাগের সামনে। শরদ পাওয়ারের সঙ্গেই উপস্থিত ছিলেন তাঁর মেয়ে সুপ্রিয়া সুলেও। অজিত পাওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুপ্রিয়া জানিয়েছেন, "ডেঙ্গুর কারণে অজিত দাদা অসুস্থ, চিকিৎসকের পরামর্শে গত ২১ দিন ধরে বিশ্রামে রয়েছেন তিনি।" রোহিত পাওয়ার তাঁর যুব সংঘর্ষ যাত্রার জন্য বাইরে রয়েছেন বলেও জানিয়েছেন সুপ্রিয়া। উল্লেখ্য, এর আগে, ১০ নভেম্বর শরদ পাওয়ারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অজিত পাওয়ার। তখনও দু" জনের সাক্ষাত নিয়ে জোর গুঞ্জন হয়েছিল। তবে সেই গুঞ্জন থামিয়ে সুপ্রিয়া সুলে জানিয়েছিলেন, পেশাগত এবং ব্যক্তিগত জীবনের মধ্যে পার্থক্য রয়েছে। সঙ্গেই বলেছিলেন, "আমাদের ভিন্নি রাজনৈতিক মতাদর্শ থাকলেও আমরা ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখি।"
