আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে বর্ষা বিদায় নিলেও প্রকোপ কমেনি ডেঙ্গুর। সোমবার কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম ভরত দাস, বয়স ৫৪ বছর। তিনি উত্তর ২৪ পরগণার শাসন এলাকার বাসিন্দা। একটানা জ্বর থাকায় গত ১২ই নভেম্বর তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। সিসিইউতে ভর্তি ছিলেন তিনি।
হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার রাতে মৃত্যু হয়েছে তাঁর। বেশ কিছু ধরেই ডেঙ্গুর একাধিক উপসর্গ ছিল তাঁর। পরীক্ষা করাতেই ডেঙ্গু পজিটিভ আসে। তারপর হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো গেল না তাঁকে। বর্ষা বিদায় নিলেও রাজ্যে ডেঙ্গুর প্রকোপ কমেনি। শহর এবং জেলাজুড়ে প্রায়ই ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর মিলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর।
হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার রাতে মৃত্যু হয়েছে তাঁর। বেশ কিছু ধরেই ডেঙ্গুর একাধিক উপসর্গ ছিল তাঁর। পরীক্ষা করাতেই ডেঙ্গু পজিটিভ আসে। তারপর হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো গেল না তাঁকে। বর্ষা বিদায় নিলেও রাজ্যে ডেঙ্গুর প্রকোপ কমেনি। শহর এবং জেলাজুড়ে প্রায়ই ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর মিলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর।
