সংবাদসংস্থা মুম্বই: আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
জুটিতে ধনুষ-তৃপ্তি
আনন্দ এল রাই পরিচালিত 'তেরে ইশক মে' ছবিতে ধনুষের বিপরীতে দেখা যেতে চলেছে অভিনেত্রী তৃপ্তি দিমরিকে। ছবিটি ধনুষ ও সোনম কাপুর অভিনীত ছবি 'রঞ্জনা'র সিক্যুয়েল হতে চলেছে।
জ্যাকলিনের জন্মদিনে সুকেশের প্ল্যান
জ্যাকলিনের জন্মদিনে বিশেষ পরিকল্পনা করলেন চর্চিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখর?
আগামী ১১ অগস্ট জ্যাকলিন ফার্নান্দেজের জন্মদিন। আর সেই দিন সুকেশ চন্দ্রশেখর অভিনেত্রীর ভক্তদের ১০০টা আইফোন ১৫ প্রো দিতে চান। এই মুহূর্তে সংশোধনাগারে রয়েছেন তিনি। সেখানে থেকেই জ্যাকলিনের জন্য একটি চিঠিতে এই খবর জানিয়েছেন সুকেশ।
মাইকেলের সঙ্গে সাক্ষাতে নাকচ রহমানের
প্রখ্যাত পপ গায়ক মাইকেল জ্যাকসনের সঙ্গে সাক্ষাতের সুযোগ এলেও প্রথমে নাকচ করে দেন এ আর রহমান। এই প্রসঙ্গে মুম্বই সংবাদ মাধ্যমকে গায়ক জানান, প্রথমে তিনি মাইকেলের সঙ্গে দেখা করতে চাইলেও তা সম্ভব হয়নি। এরপর 'স্লামডগ মিলিওনেয়র' ছবির জন্য অস্কার পেয়ে মাইকেলের সঙ্গে পুণরায় যোগাযোগ করেন তিনি। লস অ্যাঞ্জেলসে শিল্পীর বাড়িতেই। সেই দিনটি আজও স্মরণীয় হয়ে আছে রহমানের স্মৃতিতে।
জুটিতে ধনুষ-তৃপ্তি
আনন্দ এল রাই পরিচালিত 'তেরে ইশক মে' ছবিতে ধনুষের বিপরীতে দেখা যেতে চলেছে অভিনেত্রী তৃপ্তি দিমরিকে। ছবিটি ধনুষ ও সোনম কাপুর অভিনীত ছবি 'রঞ্জনা'র সিক্যুয়েল হতে চলেছে।
জ্যাকলিনের জন্মদিনে সুকেশের প্ল্যান
জ্যাকলিনের জন্মদিনে বিশেষ পরিকল্পনা করলেন চর্চিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখর?
আগামী ১১ অগস্ট জ্যাকলিন ফার্নান্দেজের জন্মদিন। আর সেই দিন সুকেশ চন্দ্রশেখর অভিনেত্রীর ভক্তদের ১০০টা আইফোন ১৫ প্রো দিতে চান। এই মুহূর্তে সংশোধনাগারে রয়েছেন তিনি। সেখানে থেকেই জ্যাকলিনের জন্য একটি চিঠিতে এই খবর জানিয়েছেন সুকেশ।
মাইকেলের সঙ্গে সাক্ষাতে নাকচ রহমানের
প্রখ্যাত পপ গায়ক মাইকেল জ্যাকসনের সঙ্গে সাক্ষাতের সুযোগ এলেও প্রথমে নাকচ করে দেন এ আর রহমান। এই প্রসঙ্গে মুম্বই সংবাদ মাধ্যমকে গায়ক জানান, প্রথমে তিনি মাইকেলের সঙ্গে দেখা করতে চাইলেও তা সম্ভব হয়নি। এরপর 'স্লামডগ মিলিওনেয়র' ছবির জন্য অস্কার পেয়ে মাইকেলের সঙ্গে পুণরায় যোগাযোগ করেন তিনি। লস অ্যাঞ্জেলসে শিল্পীর বাড়িতেই। সেই দিনটি আজও স্মরণীয় হয়ে আছে রহমানের স্মৃতিতে।
