'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের 'সূর্য' থেকে বর্তমানে তিনি বাংলার দর্শকদের কাছে 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবির 'শ্রীচৈতন্য মহাপ্রভু' হয়ে উঠেছেন। প্রথম ছবিতেই নজর কেড়েছেন দিব্যজ্যোতি দত্ত। সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবির জন্য যে নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন, ভেঙেছেন নিজেকে, গড়েছেন নতুন করে সেটা ছবি দেখেই স্পষ্ট। বর্তমানে বক্স অফিসে যখন সেই ছবি সাফল্যের মুখ দেখছে তখন হঠাৎ কী হল অভিনেতার। চেহারার এমন ভয়ঙ্কর হাল হল কেন? 

কী ঘটেছে? এদিন ইনস্টাগ্রামে দিব্যজ্যোতি দত্ত একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে পেট একদম ভিতরে ঢুকে গিয়েছে, ঠিকরে বেরিয়ে আসছে বুকের পাঁজর। মাথার চুল ছোট করে ছাঁটা। তবে কি অসুস্থ দিব্যজ্যোতি? না। অভিনেতা মোটেই অসুস্থ নন, বড়পর্দায় যখন 'লহ গৌরাঙ্গের নাম রে' জমিয়ে ব্যবসা করছে তখন তিনি এই ছবির জন্য 'মহাপ্রভু' হতে নিজেকে কতটা বদলেছিলেন, কী কী করেছিলেন সেটাই এই ছবি পোস্ট করে জানিয়েছেন। 

দিব্যজ্যোতি এদিন জানিয়েছেন তিনি আজ আয়নার দিকে তাকালে আর নিজের শরীর দেখেন না। বরং চৈতন্যদেবকে খোঁজেন। তাঁর মনে মহাপ্রভুর বৈরাগ্য জন্ম নিয়েছে। সেখান থেকেই স্পষ্ট, তিনি চরিত্রের সঙ্গে কতটা একাত্ম হয়ে গিয়েছিলেন। এই ছবির জন্য ২৭ কেজি ওজন কমিয়ে ছিলেন দিব্যজ্যোতি। নিজের এই বদলের সফরের কথা জানিয়ে দিব্যজ্যোতি লেখেন, 'একদিন আয়নার সামনে আমি ছিলাম শুধু শরীর। আজ আয়নার ভিতরে খুঁজি শ্রীচৈতন্য। ২৭ কেজি ওজন নয় শুধু। আমি ঝরিয়েছি ২৭ স্তর আমিকে। জিমে লোহার ঘামে গড়া শরীর, আর হৃদয়ের ভিতরে জন্ম নেওয়া চৈতন্যের বৈরাগ্য, এই দুইয়ের মাঝেই আমার এই রূপান্তর।' 

প্রসঙ্গত, 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবির হাত ধরে বড়পর্দায় অভিষেক ঘটল দিব্যজ্যোতি দত্তর। আর প্রথম ছবিতেই বাজিমাত করেছেন। ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও, দর্শক থেকে সমালোচক সকলেই তারিফ করেছেন চৈতন্যরূপী দিব্যজ্যোতির। এদিন তিনি তাঁর বদলের এই ছবি পোস্ট করতেই অনেকেই মন্তব্য করেছেন। বাহবা পেয়েছেন ইন্ডাস্ট্রির একাধিক সহকর্মীর থেকে। গৌরব চট্টোপাধ্যায়, রুকমা রায়, প্রারব্ধি সিংহ, শ্রুতি দাস, রোহন ভট্টাচার্য সহ অনেকেই মন্তব্য করেছেন। 

'লহ গৌরাঙ্গের নাম রে' ছবির মাধ্যমে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তিনটি টাইম স্কেলকে তুলে ধরেছেন। একদিকে দেখিয়েছেন শ্রীচৈতন্যদেবের সময়কালকে, আরেকদিকে বিনোদিনী দাসীর চৈতন্যলীলা এবং এই দুই সময়কালকে গেঁথেছেন বর্তমান প্রজন্মের চৈতন্য গবেষক এবং পরিচালক রাইয়ের মাধ্যমে। ছবিতে প্রধান চরিত্রগুলোতে দেখা গিয়েছে দিব্যজ্যোতি দত্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ইশা সাহা, ইন্দ্রনীল সেনগুপ্ত, ব্রাত্য বসু, আরাত্রিকা মাইতি, যিশু সেনগুপ্ত, প্রমুখকে। এসভিএফ এবং দাগ ক্রিয়েটিভ মিডিয়া ছবিটির প্রযোজনা করেছে।