আজকাল ওয়েবডেস্ক: বেলায় বেলায় মোড় ঘুরছে জয়গনরের তৃণমূল নেতা খুনের ঘটনায়। তদন্তে যে তথ্য উঠে আসছে তাতে রীতিমত অবাক হতে হয়। সোমবার কাকভোরে রাস্তায় বেরিয়ে খুন হন সইফুদ্দিন নামে ওই তৃণমূল নেতা। প্রাথমিক ভাবে সোমবারেই জানা গিয়েছিল, ভোরবেলা নামাজ পড়তে যাচ্ছিলেন তিনি। গতকালই গুলির শব্দ পেয়ে বাইরে বেরিয়ে দু" জনকে স্থানীয়রা আটক করেছিল। একজনকে সেখানেই পিটিয়ে মারার অভিযোগ ওঠে, অপর জন হাসপাতালে। শুধু তাই নয়, জয়নগরের সোমবারের ঘটনা নিমেষে মনে করিয়েছিল বগতুইয়ের ঘটনা। খুন, পালটা গ্রামে অগ্নিসংযোগ, মৃত্যু হাহাকারের সেই ছবি ফিরে এসেছিল সোমবারের জয়নগরে। ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে দলুয়াখাকি গ্রামে তাণ্ডব চলে প্রায় ৪ ঘণ্টা ধরে। জ্বালিয়ে দেওয়া হয় মজুত রাখা ধানের গোলা এবং ধান। পুড়িয়ে দেওয়া হয়েছে বাড়িঘর, গাছপালা। অন্তত ১০টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। তবে মঙ্গলবার উঠে এসেছে আরও বেহস কিছু চাঞ্চল্যকর তথ্য। প্রকাশ্যে এসেছে একটি সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজে দেখা গিয়েছে, কাকভোরে তৃণমূল নেতা ওই নির্দিষ্ট জায়গা দিয়ে হেঁটে যাওয়ার পরেই যায় আরও দুটি বাইক। তাতে মোট ৫ জন দুষ্কৃতী ছিল। ত্রা পরেই ওই ফুটেজে স্থানীয়দের ছুটোছুটির দৃশ্য ধরা পড়েছে। আর এই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই উঠে আসছে বেশ কিছু প্রশ্ন। জানা গিয়েছে, জয়নগরের ওই তৃণমূল নেতা গত কয়েকদিন ধরেই কাকভোরে বেরোচ্ছেন রাস্তায়। দুষ্কৃতিরা কীভাবে সেই খবর পেল, কেই জানাল প্রশ্ন উঠছে তা নিয়ে। মনে করা হচ্ছে এই খুন একেবারে সুপরিকল্পিত ভাবেই করা হয়েছে। খুনের ঘটনায় ইতিমধ্যে তিনটি মামলা রুজু করেছে পুলিশ।
