আজকাল ওয়েবডেস্ক: বারুইপুরে পচাগলা দেহ উদ্ধারে চাঞ্চল্য। মঙ্গলবার সকালে বারুইপুর থানা এলাকার বেগমপুরে খালপাড়ে জঙ্গলের মধ্যে থেকে এক পচাগলা দেহ উদ্ধার হয়। স্থানীয়রা সকালে কাজে যাওয়ার সময় জঙ্গল থেকে পচা গন্ধ পান। তাঁরাই বারুইপুর থানার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে জঙ্গলের মধ্যে থেকে পচাগলা দেহ উদ্ধার করে। দেহটি এতটাই পচেগলে গিয়েছে যে পুরুষ না মহিলার দেহ তা বোঝাই দুষ্কর হয়ে পড়েছে পুলিশের পক্ষে। ময়নাতদন্তের পরেই বোঝা যাবে গোটা বিষয়টি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক অনুমান, অন্য কোথাও হত্যা করে এই এলাকায় কেউ দেহটি ফেলে দিয়ে যায়।
