আজকাল ওয়েবডেস্ক: ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র বিভিন্ন সময়ে নানারকম চুলের স্টাইল করে শিরোনামে এসেছেন। সান্তোস থেকে শুরু করে বার্সেলোনা ও পিএসজিতে থাকাকালীন দর্শকরা নানা সময় তাঁকে ভিন্ন ভিন্ন হেয়ারস্টাইলে দেখেছেন। সৌদি আরবের আল হিলালেও যার ব্যতিক্রম হয়নি। ইনস্টাগ্রামে নিজের ভেরিফায়েড পেজ থেকে এক স্টোরিতে নিজের ‘ন্যাড়া’ মাথার ছবি দিয়ে নেইমার লিখেছেন, ‘নতুন লুক!’ প্রসঙ্গত, ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে খেলতে গিয়ে চোট পান নেইমার। হয় অস্ত্রোপচারও। লম্বা সময় লাগবে তাঁর মাঠে ফিরতে। তাই সময়টা এভাবেই কাটাচ্ছেন ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ এই গোল স্কোরার।
