শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
বজ্র বিদ্যুৎ সহযোগে বৃষ্টি
সম্পূর্ণ খবর

শুধু দু'জনে....
Tollywood: ইচ্ছে করে আলো হয়ে যাই, তোমার আঙিনায়...! প্রেমের স্বীকারোক্তিতে সৌম্য?
নিজস্ব সংবাদদাতা | ১৪ নভেম্বর ২০২৩ ০৯ : ১৯
দীপাবলীর সকালে প্রেমের প্রথম প্রকাশ। আজকাল ডট ইনকে যদিও সৌম্য মুখোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি আর রণিতা দাস প্রেমে নয় কাজে আছেন। এও দাবি করেছিলেন, যা করবেন সবাইকে জানিয়েই করবেন। একদিন গড়াতে না গড়াতে কি সেটাই ঘটল! ‘প্রেমট্রেম’ করেই ফেললেন তিনি? রীতিমতো সাড়ম্বর ঘোষণা, ‘আটপৌরে বর হওয়ার শখ হয় না! ইচ্ছে করে, আলো হয়ে ওই চিবুক বেয়ে সোনা হয়ে গলে পড়ি।’ এভাবেই কি প্রেমের গুঞ্জনে সিলমোহর দিলেন তাঁরা? জানা যায়নি।
দীপাবলির সকালে দু’জনের রসায়ন দেখে তাক লেগেছে টেলিপাড়ার। টলিউডের দাবি, বেশ কিছুদিন ধরেই নাকি তাঁদের মনে নতুন প্রেমের আলো জ্বলেছে। সৌম্য-রণিতার রসায়ন নাকি জমজমাট। তার ছায়া তাঁদের দীপাবলির ফটোশুটেও। উৎসবের রং কালো। সেই রঙে রংমিলন্তি দু’জনে। রণিতা শাড়িতে সুন্দরী। সৌম্য পাঞ্জাবিতে। রূপ আর প্রেমের জৌলুসের ঝিলিক তুলে তাঁরা প্রদীপ জ্বালিয়েছেন। ঘর ভরিয়েছেন আলোর দীপ্তিতে। চোখে চোখে কথাও বলেছেন পরস্পর। এভাবেই প্রেমের কবিতা লিখেছেন তাঁরা।
সেই কবিতার রেশ নতুন পোস্টেও। সরাসরি আত্মসমপর্ণ সৌম্যর। সপাট দাবি, ‘এসব শুনে হয়তো রাগই করবে। ঘন্টা তিনেক তাকাবে না, ডাকলে শুনতে পাবে না। জল চাইলে, আধগেলাস ঠক করে রেখে যাবে টেবিলের উপর। তবু সত্যি বলছি, তোমার জন্য যোদ্ধা হওয়ার সাধ হয় না। ইচ্ছে করে না রাজ্যজয় করে বীরদর্পে হরণ করে আনি তোমাকে। আটপৌরে বর হওয়ার শখ হয় না, মনে হয় না বাজার থেকে চুলের ফিতে, গন্ধ তেল কিনে আনি মান ভাঙাতে। ইচ্ছে করে আলো হয়ে যাই, তোমার আঙিনায় প্রদীপের আলো, ওই চিবুক বেয়ে সোনা হয়ে গলে পড়ি।’ পাল্টা প্রশ্নও রেখেছেন, ‘একি খুব অন্যায় চাওয়া, বল?’ সৌম্যর এই চাওয়া জ্বলজ্বল করছে রণিতার পাতায়।
নায়ক অবশ্য জানিয়েছেন, এর আগে একবার মাত্র কাজ করেছিলেন রণিতার সঙ্গে। এটা দ্বিতীয় বার। চেনাজানা বলতে এটুকুই। তিনি দীপাবলি উদযাপন করেছেন তাঁর কাছের বন্ধুদের সঙ্গে। বাড়িতে ছোট পার্টি হয়েছে। বাড়ির বাইরে পা রাখার কোনও পরিকল্পনাই নেই। সবেতেই কি রণিতা সঙ্গিনী? সৌম্যর যুক্তি, লুকিয়ে প্রেম করার বিন্দুমাত্র ইচ্ছে তাঁর নেই। কিছু হলে সবাই জানতে পারবেন। সদ্য শেষ করেছেন ‘কেমিস্ট্রি মাসি’র শুট। সৌরভ চক্রবর্তীর এই সিরিজের মুখ্য আকর্ষণ দেবশ্রী রায়। পাশাপাশি, অন্য প্রযোজনা সংস্থার সঙ্গেও কথা চলছে। সেই জায়গা থেকেই নায়কের দাবি, ‘‘প্রেম করলে কাজ করব কখন? আপাতত কাজে মন দিই।’’
বিশেষ খবর
নানান খবর

নানান খবর
বিনোদন
Breaking: মেলাচ্ছেন তিনি...! সৃজিতের আগামী ছবিতে দেব-রুক্মিণী, পরমব্রত-স্বস্তিকা, অনপুম?
বিনোদন
KIFF 23: আমিও নতুন ছিলাম, প্রত্যাখ্যাত হয়েছি, তাই অভিজিতের মতো পরিচালকদের হ্যাঁ বলি: স্বস্তিকা
বিনোদন
KIFF 23: বৃষ্টিভেজা রাত, শহরের বুক চিরে ছুটন্ত ট্যাক্সি! আর কী কী আছে ‘এ রাইড ইন দ্য রেন’-এ?
বিনোদন
KIFF 23: সত্যজিতের ছবি উদ্বুদ্ধ করেছে ব্রুস বেরেসফোর্ডকে, সৃজিতকে জানালেন অস্ট্রেলীয় পরিচালক
বিনোদন
Vani Kapoor: বছর শেষে যশরাজ ব্যানারে কোন ছবি নিয়ে ফিরছেন বাণী কাপুর?
বিনোদন
Tollywood: মডেলরা অভিনয় করতে পারে না, এই মিথ ভাঙতে পেরেছি: রোজা পারমিতা দে
বিনোদন
Review: সমাজের অ-সুখ সারাবে অন্তরমহল?
বিনোদন
Tollywood: পদ্মনাভকে নিয়ে মুম্বইয়ে রাজ, ‘পরিণীতা’র হিন্দি সংস্করণ আসছে?
বিনোদন
Tollywood: প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০তম ছবিতে ‘অযোগ্য’ থেকে ক্রমশ যোগ্য হওয়ার গল্প শোনাবেন কৌশিক?
বিনোদন
Bollywood: হিমাংশু কোহলির ‘ইয়ারিয়া’ কলকাতার সঙ্গে? চলচ্চিত্র উৎসবে তাঁর কোন ছবি?
বিনোদন
KIFF23: বুম্বাদা থেকে ‘ভাইজান’, ২৯তম কলকাতা চলচ্চিত্র উৎসবে বলিউড-টলিউড একাকার
বিনোদন
KIFF 23: ২০১৬-য় আমার ‘বেঁচে থাকার গান’ উদ্বোধনী ছবি ছিল, উৎসবে এসে স্মৃতিমেদুর টোটা
বিনোদন
KIFF 23: বলিউডে বাঙালিরা দাপিয়ে রাজত্ব করেছেন! আমিও টলিউডে অভিনয় করতে চাই: সলমন
বিনোদন
Tollywood: প্রসেনজিতের পর বিক্রম মোতওয়ানের পছন্দ টোটা, সিরিজ না ছবিতে জুটি বাঁধলেন তাঁরা?
বিনোদন
Bollywood: যকৃতের সমস্যায় প্রয়াত ‘সিআইডি’র দীনেশ ফড়নিশ! দ্য একাডেমি মিউজিয়াম গালায় দীপিকা