আজকাল ওয়েবডেস্ক: রবিবার সকালে মুম্বইয়ে পুনের পোর্শে কাণ্ডের ছায়া। বিএমডাব্লিউর ধাক্কায় মৃত্যু। মূল অভিযুক্ত শিবসেনা নেতার ছেলে।যদিও সে পলাতক। তবে রবিবার সন্ধেয় জানা গেল, ঘটনায় শিবসেনা নেতা রাজেশ শাহকে আটক করেছে পুলিশ। এমনকি দুর্ঘটনার সময় গাড়িতে থাকা রাজেন্দ্র সিংকেও আটক করা হয়েছে। যদিও পুলিশের কাছে মূল অভিযুক্ত সম্পর্কে এখনও কোনও তথ্য নেই বলে জানানো হয়েছে।ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে রবিবার ভোর ৫.৩০ নাগাদ। ওরলি এলাকায় মাছ কিনতে বেরিয়েছিলেন নাকভা দম্পতি। হঠাৎই ধাক্কা বিএমডব্লিউর। কাবেরীকে ওই অবস্থাতেই গাড়ি টেনে নিয়ে যায় ১০০ মিটার। গুরুতর আহত অবস্থায় ফেলে যায়। মৃত্যু হয় কাবেরী নাকভার। ঘটনা পুলিশের প্রাথমিক অনুমান ঘটনার সময় মদ্যপ অবস্থায় ছিলেন মিহির। কাবেরী নাকভার স্বামী প্রদীপ সামান্য চোট পেয়েছেন।
