আজকাল ওয়েবডেস্ক : রবিবারই বিএসপি নেতা কে আমস্ট্রংয়ের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন মায়াবতী। এদিন প্রয়াত নেতার বাড়ি যান দলনেত্রী। সঙ্গী ছিলেন ভাইপো আকাশ। তারপরেই সিবিআই তদন্ত নিয়ে সুর চড়ান। অন্যদিকে বহুজন সমাজবাদী পার্টির নেতার দেহ কার্যালয়ে সমাহিত করা যাবে না, রবিবার একথা জানিয়েছে মাদ্রাস হাইকোর্ট। তিরুভাল্লভর দলীয় কার্যালয়ে আমস্ট্রংয়ের দেহ সমাহিত করার অনুমতি চেয়েছিলেন তাঁর স্ত্রী। তবে আদালত জানাল, ওই কার্যালয় জনবহুল এলাকার, সরু গলির ভেতর অবস্থিত। সেখানে কোনওভাবেই ভিড়ের পরিস্থিতি তৈরি করা যাবে না। অন্যথায় পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটতে পারে। পরিবর্তে সেখানকার ব্যাক্তিগত মালিকানাধীন জমিতে সমাহিত করা যেতে পারে বলে জানানো হয়েছে। সঙ্গেই আদালত নির্দেশ দিয়েছে, বিএসপি নেতার এই শেষকৃত্য অনুষ্ঠান শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হতে হবে।
৫ জুলাই বাড়ির কাছেই একদল দুষ্কৃতীর হাতে খুন হন তামিলনাড়ুর বিএসপি প্রধান কে আমস্ট্রং। রবিবার মায়াবতী বলেন, রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। মূল অভিযুক্তরা ধরা না পড়ার ঘটনাকে সামনে এনে বলেন, রাজ্য সঠিকভাবে তদন্ত চালালে অপরাধীরা জেলে থাকত। সে রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের কাছে তিনি সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।
৫ জুলাই বাড়ির কাছেই একদল দুষ্কৃতীর হাতে খুন হন তামিলনাড়ুর বিএসপি প্রধান কে আমস্ট্রং। রবিবার মায়াবতী বলেন, রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। মূল অভিযুক্তরা ধরা না পড়ার ঘটনাকে সামনে এনে বলেন, রাজ্য সঠিকভাবে তদন্ত চালালে অপরাধীরা জেলে থাকত। সে রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের কাছে তিনি সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।
