আজকাল ওয়েবডেস্ক : তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই শপথের পিছনে বিহারের নীতীশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর ভূমিকা অনেকটাই গুরুত্বপূর্ণ। সেই কারণেই লোকসভা ভোটের ফলের পর বিজেপির বিশেষ বৈঠকে দেখা গিয়েছিল নীতীশ-নাইডুকে পাশে রেখেছিলেন নরেন্দ্র মোদি। তবে সেসব এখন অতীত। পৃথক রাজ্যের মর্যাদা নয়, কেন্দ্র থেকে স্পেশাল প্যাকেজের দাবি করলেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। অন্ধ্রপ্রদেশকে নতুনভাবে গড়ে তুলতে চান নাইডু। এজন্যে তিনটি দাবি রয়েছে নাইডুর। প্রথমত-কেন্দ্র থেকে বিশেষ আর্থিক প্যাকেজ, দ্বিতীয়ত-আকর্ষণীয় বিনিয়োগ এবং তৃতীয়ত-বিনিয়োগকারীদের কেন্দ্রের আশ্বাস। ঘনিষ্ঠমহলে নাইডু জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশের রাজধানী হিসাবে অমরাবতীকে বিশেষভাবে সাজিয়ে তোলা হবে। এছাড়া পোলাভারাম জল প্রকল্প যাতে সঠিকভাবে কাজ করে সেদিকেও খেয়াল রাখা। বিগত দুদিনে নাইডু বিশেষ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি নেতা জে পি নাড্ডার সঙ্গে। নিজের দাবি আদায়ে তিনি যে একেবারে অনড় তা স্পষ্টভাবে জানিয়েও দিয়েছেন।
