অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার বেন অস্টিনের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট মহলে। মাত্র ১৭ বছর বয়সে অস্ট্রেলিয়ার উঠতি প্রতিভা প্রাণ হারিয়েছেন। এই প্রতিবেদন বেন অস্টিনকে নিয়েই।
2
6
বেন অস্টিন শুধু ক্রিকেটারই নন, অস্ট্রেলিয়ার রুলস ফুটবলেরও একজন সক্রিয় খেলোয়াড় ছিলেন। ফের্নট্রি গালি, মালগ্রেভ ও ইলডন পার্ক ক্রিকেট ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মেলবোর্নের দক্ষিণ-পূর্ব অঞ্চলের অনূর্ধ্ব-১৮ সার্কেলে ছিলেন এক পরিচিত মুখ।
3
6
ফের্নট্রি গালি ক্লাবের পক্ষ থেকে তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে ক্লাব জানিয়েছে, ‘আমরা ভীষণভাবে মর্মাহত বেনকে হারিয়ে। তিনি শুধু একজন প্রতিভাবান ক্রিকেটারই ছিলেন না, একজন অসাধারণ মানুষ, বন্ধু, সতীর্থ এবং অনুপ্রেরণাদায়ক অধিনায়কও ছিলেন।’
4
6
ক্রিকেট ভিক্টোরিয়ার ডিরেক্টর নিক কামিন্স বলেন, ‘গোটা ক্রিকেট সম্প্রদায় বেনের মৃত্যুর খবরে ভেঙে পড়েছে। এই অল্প বয়সে এমন প্রতিভার চলে যাওয়া আমাদের সকলের জন্যই বেদনার। আমরা বেনের পরিবার ও ফের্নট্রি গালি ক্লাবের পাশে আছি।’
5
6
ঘটনাটি ঘটেছিল বেনের ব্যাটিংয়ের সময়। ফের্নট্রি গালি ক্রিকেট ক্লাবের নেটে অনুশীলন করছিলেন বেন। সে সময় একটি বল মাথা এবং ঘাড়ের মাঝের অংশে লাগে। মুহূর্তেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।
6
6
বেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাঁর পরিবারও। তাঁর বাবা এক বিবৃতিতে লেখেন, ‘আমাদের প্রিয় বেনের মৃত্যুতে আমরা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছি। আমাদের সন্তান চলে গেল চিরদিনের জন্য। ট্রেসি আর আমার কাছে বেন ছিল এক আদরের ছেলে, কুপার আর জ্যাকের ভালোবাসার ভাই। তবে আমরা এটা ভেবে কিছুটা সান্ত্বনা পাই এই ভেবে যে সে তার প্রিয় খেলা খেলতে খেলতেই চলে গিয়েছে। বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলাই ছিল তার জীবনের অন্যতম আনন্দ।’