বলিউড তারকা শিল্পা শেট্টির মা, সুনন্দা শেট্টি-কে মুম্বইয়ের বিখ্যাত লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর থেকেই অভিনেত্রী এবং তাঁর পরিবারের শুভাকাঙ্ক্ষী ও অনুরাগী মহলে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। প্রত্যেকেই সুনন্দা শেট্টির দ্রুত আরোগ্য কামনা করছেন এবং সোশ্যাল মিডিয়ায় নিজেদের সমর্থন জানাচ্ছেন।
2
6
হাসপাতালে ভর্তির নির্দিষ্ট কারণ বা তাঁর স্বাস্থ্যের বর্তমান অবস্থা সম্পর্কে শেট্টি পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে শিল্পা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করার পরেই খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। অনুরাগীরা সেই ভিডিও এবং অন্যান্য প্ল্যাটফর্মে তাঁদের উদ্বেগ প্রকাশ করছেন এবং সুনন্দা শেট্টির জন্য প্রার্থনা করছেন।
3
6
বহু সমর্থক দ্রুত আরোগ্যের জন্য আন্তরিক প্রার্থনা জানিয়েছেন, যা এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার বার্তা দিচ্ছে। এই মুহূর্তে, শিল্পা শেট্টি এবং তাঁর পরিবারের সদস্যরা সুনন্দা শেট্টির স্বাস্থ্যের দিকে নিবিড়ভাবে নজর রাখছেন এবং তাঁর চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। পরিবারের পক্ষ থেকে গোপনীয়তা বজায় রাখা হয়েছে, যা এই ধরনের ব্যক্তিগত স্বাস্থ্য সংকটের সময় স্বাভাবিক।
4
6
সুনন্দা শেট্টির হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনাটি সাম্প্রতিক গুরুত্বপূর্ণ আইনি পরিস্থিতির পরপরই ঘটেছে, যা ঘটনাটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। ৬০ কোটি টাকার প্রতারণার মামলায় অভিনেত্রী শিল্পা এবং তাঁর স্বামী, ব্যবসায়ী রাজ কুন্দ্রার বিরুদ্ধে জারি হয়েছিল 'লুক আউট সার্কুলার'। শিল্পা এই সার্কুলার স্থগিত করে বিদেশে ভ্রমণের অনুমতি চেয়ে বোম্বে হাইকোর্টে একটি আবেদন করেছিলেন। কিন্তু আদালত সেই আবেদন বিবেচনা করতে রাজি হয়নি।
5
6
বোম্বে হাইকোর্ট স্পষ্টভাবে জানায় যে, বিতর্কিত ৬০ কোটি টাকা পরিশোধ করা হলে তবেই তারা লুক আউট সার্কুলার তুলে নেওয়া এবং বিদেশে ভ্রমণের অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে। মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা এই এলওসি জারি করেছিল।
6
6
এই পরিস্থিতিতে, শিল্পার আইনজীবী আদালতকে জানান যে অভিনেত্রী আপাতত তাঁর বিদেশে ভ্রমণের পরিকল্পনা স্থগিত করেছেন এবং ভ্রমণের অনুমতি চাওয়ার আবেদনটি প্রত্যাহার করে নেন। আইনি জটিলতার এই চাপের মধ্যেই সুনন্দা শেঠির অসুস্থতার খবর এসেছে। কিছুদিন আগেই পরিবারের সঙ্গে দিওয়ালি পালন করেছেন শিল্পা। সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই এই অসুস্থতার খবর নিঃসন্দেহে শেট্টি পরিবারের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ নিয়ে এসেছে।