ভারত ও পাকিস্তান এমন দুটি দেশ যারা মাত্র একদিনের ব্যবধানে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার সময় উভয় দেশের আর্থিক অবস্থা প্রায় একই রকম ছিল।
2
11
তবে সময়ের সঙ্গে সঙ্গে ভারতে উন্নতি হয়েছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে, তার প্রতিবেশী দেশ চীন এবং আইএমএফের সহায়তার উপর নির্ভর করে চলেছে।
3
11
ব্রিটিশরা ভারতে রেল ব্যবস্থা চালু করেছিল। যা এখন বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্কগুলির মধ্যে একটি। ভারতে বেশ কয়েকটি ট্রেন রয়েছে যা উচ্চ গতিতে চলে। আজ আমরা ভারত ও পাকিস্তানের দ্রুততম ট্রেনগুলির তুলনা করছি। পাকিস্তানের দ্রুততম ট্রেন কি বন্দে ভারত এক্সপ্রেসের চেয়ে জোরে ছোটে? আসুন জেনে নেওয়া যাক।
4
11
পাকিস্তানের দ্রুততম ট্রেন কারাকোরাম এক্সপ্রেস। যার সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০৫ কিলোমিটার (কিমি/ঘন্টা)। এটি করাচি এবং লাহোরের মধ্যে চলে।
5
11
২০০২ সালে ১৪ আগস্ট অর্থাৎ পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিনে ট্রেনটির উদ্বোধন হয়।
6
11
ট্রেনটিতে ১৩টি সাধারণ বগি, ৪টি শীতাতপ নিয়ন্ত্রিত বগি, একটি পাওয়ার ভ্যান এবং লাগেজ ভ্যান রয়েছে। করাচি এবং লাহোরের মধ্যে ১২৪১ কিলোমিটার দূরত্ব পার করেতে ট্রেনটি ১৭ ঘণ্টা ৪৫ মিনিট সময় নেয়।
7
11
পাকিস্তানের অন্যান্য বিখ্যাত ট্রেনগুলি হল, সুপার এক্সপ্রেস, তেজগম, খাইবার মেল। ১৯৭০ সাল থেকে যাত্রা শুরু করে সুপার এক্সপ্রেস। করাচি থেকে লাহোরের মধ্যে ট্রেনটি চলাচল করত। ২০১২ সালে ট্রেনটিকে বন্ধ করে দেওয়া হয়।
8
11
তেজগম এক্সপ্রেসটি চলে লাহোর থেকে মুলতানের মধ্যে। পাকিস্তান রেলের অন্যতম বিখ্যাত এক্সপ্রেস ট্রেন এটি। খাইবার মেল চলাচল করে করাচি থেকে পেশোয়ার পর্যন্ত।
9
11
এই সকল ট্রেনের সঙ্গে বন্দে ভারত এক্সপ্রেসের মতো প্রথম শ্রেণীর ট্রেনের তুলনাই চলে না। দেশে বর্তমানে ১০২টি বন্দে ভারত এক্সপ্রেস চলে।
10
11
বন্দে ভারতের সর্বোচ্চ গতি ১৬০ কিমি প্রতি ঘণ্টা। উন্নতমানের সমস্ত পরিষেবা উপলব্ধ রয়েছে ট্রেনটিতে। এর এসি চেয়ার কারের টিকিটের দাম ১৫৬৫ টাকা এবং এগজিকিউটিভ ক্লাস চেয়ার কারের টিকিটের দাম ২৮২৫ টাকা।
11
11
ভারতে রাজধানী এক্সপ্রেসের গতিবেগও কারাকোরাম এক্সপ্রেসের চেয়ে বেশি। ১৪০ কিমি প্রতি ঘণ্টায় ছুটতে পারে রাজধানী এক্সপ্রেস।