আজকাল ওয়েবডেস্ক: একদিকে গেরুয়া শিবির ক্রমাগত অভিযোগ করছে, শাসক দল অত্যাচার করছে তাদের কর্মী সমর্থকদের উপর। বহু বিজেপি কর্মী ঘরছাড়া বলেও অভিযোগ। অন্যদিকে শাসক দলের অভিযোগ, আক্রান্ত তাদের কর্মীরাও। সেসবের মাঝেই সোমবার শাসনে তৃণমূলের বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে পরপর গুলি চলার ঘটনা ঘটেছে।
ঘটনাস্থল শাসনের মিতপুকুর। স্থানীয় সূত্রের খবর, সোমবার গভীর রাতে সেখানে তৃণমূলের বুথ সভাপতি লাল্টু ঘোষের বাড়ি লক্ষ্য করে চলে কয়েক রাউন্ড গুলি। কে বা কারা এই গুলি চলিয়েছে তা এখনও স্পষ্ট না হলেও, অভিযোগের আঙুল তৃণমূলের অপর এক গোষ্ঠীর দিকে। খোদ লাল্টু ঘোষ অভিযোগ করছেন, সেখানে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামীর অনুগামীরাই তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে। ঘটনায় কেউ জখম হননি বলেই জানা গিয়েছে। তবে আচমকা রাতের অন্ধকারে গুলি চালানোর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ।