বিশ্বাস ও ভালবাসার উপর নির্ভর করেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সৎ থাকার মানেই সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে। কিন্তু ছোটখাটো ভুল, প্রতারণাই ছারখার করে দিতে পারে অনেকের জীবন। একবার বিশ্বাস ভাঙলে, সম্পর্কে ফাটল ধরতেও শুরু করবে।
2
7
বিয়ের ঠিক কয়েক সপ্তাহ আগেই এক পাত্রী জানতে পারেন, তিনি প্রতারণার শিকার। তাঁর হবু বর আরও একাধিক মেয়ের প্রতি নজর রেখেছেন। গত ছ'মাস ধরে এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশাও করছেন। শারীরিক সম্পর্কেও লিপ্ত হয়েছেন ওই তরুণীর সঙ্গে।
3
7
প্রতারণার কথা জানিয়ে সেদিনই বিয়ে ভাঙার ঘোষণা করেন ওই পাত্রী। কিন্তু এরপর টানা আট বছর ধরে প্রাক্তন প্রেমিকের জীবন অতিষ্ঠ করে তোলেন। দীর্ঘ পরিকল্পনা করে একের পর এক ঘটনায় প্রতিশোধ নিতে থাকেন। সবটাই পরিকল্পনা করেছিলেন ঠান্ডা মাথায়।
4
7
যেমন কোনও বিরক্তিকর, ঘ্যানঘ্যান করা ব্যক্তি তাঁর ফোন নম্বর চাইলেই, তিনি প্রাক্তন প্রেমিকের নম্বর দিতেন। ফলে সেই বিরক্তিকর মানুষটি বারবার ফোন করে প্রাক্তনকে জ্বালাতন করতেন। বিরক্ত হয়ে ওই যুবক দু'বার ফোন নম্বর বদলেছেন। কিন্তু তাতেও মেলেনি স্বস্তি।
5
7
নতুন নম্বর আবারও জেনে ফেলতেন ওই যুবতী। তারপর আবারও ঘনঘন ফোন করে বিরক্ত করা হয় যুবককে। প্রতিশোধ নিতে যুবতীকে সাহায্য করেছিলেন তাঁর প্রাক্তন প্রেমিকের নিজের বোন। দাদার নম্বর যুবতীর কাছে পৌঁছে যেত তাঁর মাধ্যমেই।
6
7
সোশ্যাল মিডিয়ায় যুবতী জানিয়েছেন, আট বছর ধরে প্রাক্তন প্রেমিকের উপর প্রতি্রোধ নেন তিনি। তবে কাজটি সহজ হত না, তাঁর বোনের সাহায্য ছাড়া। এখনও বহু মানুষ সেই নম্বরে ফোন করে প্রাক্তন প্রেমিককে বিরক্ত করেন।
7
7
উল্লেখযোগ্য বিষয়, এই প্রতিশোধের কথা জানতে পারেননি তাঁর প্রাক্তন প্রেমিক। বিশেষ কারা এই প্রতিশোধের খেলায় মেতে উঠেছেন, তাও টের পাননি। প্রাক্তন প্রেমিকের ধারণা, ভুলবশত সকলেই তাঁর নম্বরে ফোন করেন।