আজকাল ওয়েবডেস্ক : দীপাবলির আগেই সুখবর দিল প্রভিডেন্ট ফাণ্ড। তারা জানিয়ে দিল পিএফের সুদ দেওয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকার সুদের টাকা প্রতিটি অ্যাকাউন্টে দিতে শুরু করেছে। ২০২২-২৩ অর্থবর্ষের হিসাব অনুসারে এই সুদ দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, পিএফ বর্তমানে ৮.১৫ শতাংশ হারে সুদ দেয়। তবে পিএফে বহু অ্যাকাউন্ট রয়েছে। তাই সমস্ত অ্যাকাউন্টে এই অর্থ দিতে খানিকটা সময় লাগবে। কিছুদিনের মধ্যেই পিএফ গ্রাহকরা তাদের সুদের অর্থের পরিমান অ্যাকাউন্টে দেখতে পারবেন। কোথাও সুদের অর্থ কম নেই।দরকার শুধু একটু ধৈর্য্য। কেন্দ্রীয় শ্রম মন্ত্রী ভূপিন্দর যাদব জানিয়েছেন, পিএফের সমস্ত অর্থ দেওয়া হয়ে গিয়েছে। শীঘ্রই এই টাকা ২৪ কোটি অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এরপরই পিএফের ওয়েবসাইট এবং উমাঙ্গ অ্যাপ থেকে গ্রাহকরা তাদের অর্থের পরিমান দেখতে পারবেন। এই খবরে রীতিমতো খুশির হাওয়া পিএফ গ্রাহকদের মধ্যে। দীপাবলির আগে পিএফের সুদ আমআদমির মনে অনেকটাই সুখের অনুভূতি এনে দেবে বলে মনে করছে সকলে। অর্থনীতিবিদরা মনে করছেন, সরকার সঠিক সময়ই এই সুদ দিয়েছে। এরফলে দেশের অর্থনীতি অনেকটাই টাই উন্নত হবে।
